ওয়েব ডেস্কঃ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) মন্ত্রিত্ব থেকে বরখাস্ত করার জন্য চিঠি লিখলেন কংগ্রেস নেতা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।
চিঠিতে সাংসদ জানিয়েছেন, বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২০১৪ থেকে ২০২১ পর্যন্ত রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর শিক্ষামন্ত্রী থাকাকালীন দুর্নীতি হয়েছে। বাংলার সবাই শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে অবহিত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এক বড় কলঙ্ক এই দুর্নীতি। মন্ত্রিত্ব থেকে তাই পার্থ চট্টোপাধ্যায়কে বরখাস্ত করা উচিত।
প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ৬ টা নাগাদ ভুবনেশ্বর থেকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায় কে। সেখান থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর গাড়ি করে সোজা সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। তৃণমূল সুপ্রিমো সোমবারই জানিয়ে দিয়েছেন, দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ বিমানবন্দরে সাংবাদিকরা পার্থ চট্টোপাধ্যায় এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি উত্তরে বলেন, ‘ঠিক বলেছেন’।
আপাতত ইডি হেফাজতেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এর পাশাপাশি ৪৮ ঘণ্টা অন্তর তাঁর মেডিক্যাল চেক আপ করানোরও নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর সি জি ও কমপ্লেক্সে পৌঁছানোর পর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে টানা জেরা করতে পারেন ইডি আধিকারিকরা। এমনকি মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে। প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায় এর কাছ থেকে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য পেয়েছেন ইডি আধিকারিকেরা। অর্পিতা মুখোপাধ্যায় এর বাড়ি তল্লাশির সময় ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ ছাড়াও শোনা এবং বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই সকল সম্পত্তির যোগ রয়েছে কিনা সেটাই এখন তদন্ত করে বের করতে চাইছে ইডি।
(Congress leader Adhir Ranjan Chowdhury writes to West Bengal CM Mamata Banerjee urging her to sack Partha Chatterjee from Ministership immediately)