নিজস্ব সংবাদদাতাঃ- হঠাৎ করে পাওয়া ছুটি কিংবা ঝটিকা সফরের বাড়বাড়ন্ত এখন, এসব ক্ষেত্রে অনেকসময়ই আমরা সঠিক পরিকল্পনা না করে বেরিয়ে পড়ি, আর এখানেই দেখা যায় ব্যাগ গোছানোর সমস্যা।
দুদিনের ভ্রমণের জন্য ব্যাগে কী নেব আর কী নেব না তা আমরা ভেবে উঠতে পারি না আবার কখনো সময়ও থাকে না।
এমনও দেখা গেছে হয়ত প্রয়োজনের বেশি জিনিস নেওয়া হয়ে গিয়েছে নয়তো গন্তব্যে পৌঁছে দেখছি কিছু দরকারি জিনিস বাড়িতেই ফেলে এসেছি।
এই সমস্যা সমাধানের কিছু সিক্রেট টিপস আজ আলোচনা করব আপনাদের সাথে। যা আপনাকে সাহায্য করবে খুব অল্প সময়ের মধ্যেই ব্যাগ গুছিয়ে ফেলতে।
আবহাওয়া– আমরা যে জায়গায় বেড়াতে যাচ্ছি সেখানের আবহাওয়া কেমন, তা জানা অত্যন্ত প্রয়োজন। গ্রীষ্মকালীন আবহাওয়ার জন্য রাখতে হবে হালকা পোশাক, যেমন- হাফ স্লিভ টিশার্ট বা শার্ট, শর্টস, টপস ইত্যাদি। পাহাড়ি জায়গা হলে সঙ্গে নিতে হবে জ্যাকেট, সোয়েটার এবং কোট। ছাতাও সাথে রাখতে হতে পারে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে।
উপযুক্ত ব্যাগ বা লাগেজ– সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাগ। যেহেতু মাত্র দুই দিনের ট্রিপ, তাই ছোট লাগেজ আদর্শ। এখন প্রায় সবাই কাঁধে একটিমাত্র রুকস্যাক বা ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ছেন ভ্রমণে।
প্রয়োজনীয় পোশাক কীভাবে ভাঁজ করবেন– আপনার প্রয়োজনীয় পোশাক কীভাবে ব্যাগে রাখবেন, তারও একটি কায়দা আছে। যে পোশাকগুলো ভাঁজ করলে কুঁচকে যাবে না, সাধারণত টি-শার্ট, জিন্স এবং সুতির তৈরি পোশাক, এগুলি আপনার ব্যাগের নীচে রাখুন। বাকি সিল্কের বা অন্যান্য পোশাক গুলি তার ওপরে রাখতে হবে।
একাধিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় এমন জিনিস নিন– এমন কিছু জিনিস আমাদের সাথে রাখতে হবে যা দিয়ে একাধিক দরকার মিটে যায়। যেমন, যাত্রাপথে একই পোশাক পরুন। ভালো গ্রিপের একটা জুতো নিন। আর একটা হাওয়াই চটি বা স্যান্ডেল সাথে রাখতে পারেন।
দরকারি জিনিসপত্র– কিছু সাধারণ ওষুধ যেমন জ্বর সর্দির ওষুধ, অম্বলের ওষুধ সাথে রাখুন। নিয়মিত যে ওষুধ গুলি খেতে হয় সেগুলি অবশ্যই নেবেন। জলের বোতল, ওআরএস, গ্লুকোজ, ব্যান্ডেজ সাথে রাখুন। রোদ থেকে বাঁচতে টুপি ও সানগ্লাস রাখুন।
ব্যাগে রাখতে পারেন নিজস্ব প্রসাধন সামগ্রী, যেমন: টুথপেস্ট, টুথব্রাশ, মাউথওয়াশ, সানস্ক্রিন, শ্যাম্পু, তেল, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, সার্জিক্যাল মাস্ক, স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি। রাখুন পারফিউম ও সুগন্ধি সাবান যা পোশাকের সুবাস এবং সতেজতা বজায় রাখবে।
শুধুমাত্র প্রয়োজনীয় সাজের জিনিস ব্যাগে রাখুন– দুদিনের ভ্রমণের জন্য, কিছু হালকা গয়না সাথে রাখুন। কোনোভাবেই মূল্যবান গয়না প্যাক করা উচিত হবে না।
এক্কেবারে প্রয়োজনীয় কিছু সাজের জিনিস যেমন: লিপস্টিক, আইলাইনার, ফাউন্ডেশন ইত্যাদি সঙ্গে নিন। এইসমস্ত জিনিস বেশী নিয়ে ব্যাগ ভারী করাটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না।
একটি ছোট ব্যাগ সাথে নিন– এতে টাকা, টিকিট, ডেবিট বা ক্রেডিট কার্ড, পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ আরো কিছু নথির জেরক্স রাখতে পারবেন।
তাছাড়া ল্যাপটপ ব্যাগ বা আপনার পকেটে আরো প্রয়োজনীয় জিনিস যেমন- MP3 প্লেয়ার, ইয়ার কর্ড, মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক ইত্যাদি রাখতে পারেন।
ব্যাস। এইভাবে ব্যাগ গুছিয়ে নিশ্চিন্তে বেরিয়ে পড়তে পারেন আপনার বহুমূল্য দুদিনের ছুটি কাটাতে।