ওয়েব ডেস্কঃ সিগন্যাল না মেনে ঝুঁকি নিয়ে যাতায়াত করা খুবই বিপদজনক এবং অবশ্যই অনুচিত। আর তা যদি হয় ট্রেনের ক্ষেত্রে তাহলে তো কথাই নেই। আজ ভোরে কর্নাটকের এক স্টেশনে ঘটে গেল এমনই এক দুর্ঘটনা। দেখুন ভিডিও –
দেখা যাচ্ছে একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে ট্রেনের লাইনের উপরেই। গতি কমিয়েও শেষ রক্ষা হল না। ট্রেনের ধাক্কায় ছিটকে গেল আস্ত ট্রাক। তবে ঘটনায় কোন প্রাণহানি হইনি বলেই জানা গেছে।
আরও পড়ুনঃ
- ESIC তে শিক্ষক নিয়োগ
- ক্লার্ক এর রিজিওনাল মেধা তালিকা প্রকাশ করল পি এস সি
- আনসার কি প্রকাশ করল পি এস সি
- হাইকোর্টের ডেটা এন্ট্রি অপারেটর এর রেজাল্ট প্রকাশিত হল
- TIFR এ কর্মী নিয়োগ
এরকম ঘটনা নতুন নয়। আগেও দেখা গেছে বাইক নিয়ে বা ফোন হাতে লাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা। তাতেও হুঁশ ফেরেনি আমাদের। ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ লাইন ধরে পার হচ্ছেন , বা রেল ক্রসিং গেট বন্ধ হয়ে যাওয়ার পরও তাঁর নীচ দিয়ে বাইক বা সাইকেল চালিয়ে অনায়াসে লাইন পেরচ্ছেন অনেকেই।
সময় অবশ্যই দামী কিন্ত আপনার জীবন টারও দাম আছে আপনার প্রিয়জনদের কাছে। তাই নবচেতনের পক্ষ থেকে অনুরোধ সর্বদা সাবধানে নিয়ম মেনে চলাচল করুন। নিজে সুরক্ষিত থাকুন অন্যদের ও সুরক্ষিত থাকতে সাহায্য করুন।