সুদীপ ঘোষ: আবার ও ভারতীয় রেলের মানবিক পরিষেবার নিদর্শন। সমাজকর্মী নব্যেন্দু মৌলিকের টুইটে থামলো ট্রেন, জরুরী ভিত্তিতে চিকিৎসা পেল জখম শিশু। ঘটনাটি ঘটেছে রামপুরহাট ও বোলপুরের স্টেশনের মধ্যে হলদিবাড়ি- কলকাতা সুপারফাস্ট ট্রেনে।
জানা যায়, বুধবার দুপুরে রামপুরহাট স্টেশন ছাড়িয়ে যেতেই হটাৎ বৃষ্টি নামলে জানালার কাঁচ নামাতে গিয়ে সেটি শিশুর হাতের আঙ্গুলে পড়ে যায় । সঙ্গে সঙ্গে রক্তপাত হতে শুরু করে শিশুর হাত থেকে। যন্ত্রণায় ছটপট করতে থাকে ঐ শিশু।
ঐ ট্রেনের একই কামরায সফর করা সমাজ কর্মী নব্যেন্দু মৌলিকের নজরে আসে ঘটনাটি। তিনি প্রথমে রেলের হেল্পলাইন ১৩৯ নম্বরে ফোন করেন কিন্তু যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হন। বাধ্য হয়ে সাহায্যের জন্য দেশের মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে টুইট করেন। তৎক্ষণাৎ বিষয়টি নজরে আসে রেলমন্ত্রীর এবং তিনি দ্রুত সাহায্যের নির্দেশ দেন।
কিছুক্ষনের মধ্যে রেলওয়ে সেবা ও হাওড়া ডি. আর. এম- এর টুইটার হ্যান্ডেল থেকে কমেন্টে জানানো হয় যে পরবর্তী বোলপুর স্টেশনে শিশুটির জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বোলপুর স্টেশনে ২৫ মিনিটের জন্য ট্রেন থামে। আধিকারিকদের তৎপরতায় শিশুটির প্রাথমিক চিকিৎসার পর আবার গন্তব্যে রওনা দেয় ট্রেনটি।
দিনের ঘটনায় রেল কর্তৃপক্ষের ফের মানবিক দিকটিই ফুটে উঠেছে জনসাধারণের কাছে— এই প্রসঙ্গে বোলপুরের স্টেশন ম্যানেজার গৌরেন্দু মিত্র জানান, এ ধরণের ঘটনা কিন্তু নতুন নয়। শুধুমাত্র কর্তব্যরত অবস্থাতেই নয়, যে কোনও সাধারণ মানুষের এটাই করা স্বাভাবিক।