তিয়াশা ভক্তাঃ পুজোর আমেজ এখনও কাটেনি। কালীপূজা শেষ হলেও সমারোহে চলছে জগদ্ধাত্রী পূজা । তার মধ্যেই বাতিল হলো (train cancelled) একাধিক শাখার ট্রেন।
আজ থেকে বেশ কিছুদিন বন্ধ থাকবে যে সব ট্রেন তার একটি লিস্ট প্রকাশ করেছে সাউথ-ইস্টার্ন রেল কর্তৃপক্ষ।
বাতিল হওয়া ট্রেন গুলি | Train Cancelled
• ট্রেন নং -১৮৪১৫ বড়বিল – পুরী ইন্টারসিটি এক্সপ্রেস
বন্ধ থাকবে ০৩/১১/২০২২ থেকে ০৮/১১/২০২২ তারিখ পর্যন্ত
• ট্রেন নং – ১৮৪১৬ বড়বিল – পুরী ইন্টারসিটি এক্সপ্রেস
বন্ধ থাকবে ০২/১১/২০২২ থেকে ০৭/১১/২০২২ তারিখ পর্যন্ত
• ট্রেন নং – ২০৮১৫ টাটানগর – বিশাখাপত্তনম সাপ্তাহিক এক্সপ্রেস
বন্ধ থাকবে ০৭/১১/২০২২ তারিখ
• ট্রেন নং -২০৮১৬ বিশাখাপত্তনম – টাটানগর সাপ্তাহিক এক্সপ্রেস
বন্ধ থাকবে ০৬/১১/২০২২ তারিখ
• ট্রেন নং – ০৮১৩৩ ও ০৮১৩৪ টাটানগর – গুয়া – টাটানগর মেমু প্যাসেঞ্জার স্পেশাল
বন্ধ থাকবে ০৩/১১/২০২২ ,০৪/১১/২০২২, ০৫/১১/২০২২, ০৭/১১/২০২২ ও ০৮/১১/২০২২ তারিখ
• ট্রেন নং – ০৮১৫৫ ও ০৮১৫৬ টাটানগর – গুয়া – টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
বন্ধ থাকবে ০৩/১১/২০২২ তারিখ থেকে ০৮/১১/২০২২ তারিখ পর্যন্ত
• ট্রেন নং – ০৮১২৩ ও ০৮১২৪ টাটানগর – বড়বিল – টাটানগর প্যাসেঞ্জার স্পেশাল
বন্ধ থাকবে ০৩/১১/২০২২ তারিখ থেকে ০৮/১১/২০২২ তারিখ পর্যন্ত
সূত্রে খবর, চক্রধরপুর বিভাগে উন্নয়নমূলক কাজের কারণেই এই কিছুদিনের জন্য ট্রেনগুলি বাতিল করা হয়েছে । যাত্রীদের এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ – পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ