সন্তু সামন্তঃ ট্রেন পরিষেবা ঠিকঠাক রাখতে মাঝেমধ্যেই রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আগে থেকেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয় কবে কোন ট্রেন বাতিল বা নিয়ন্ত্রিত করা হবে। এবার হাওড়া-বর্ধমান কর্ড শাখার বারুইপাড়া, কামারকুন্ড ও চন্দনপুর স্টেশনে নন-ইন্টারলকিং কাজ এর জন্য ৫ দিন ট্রেন নিয়ন্ত্রণ (Train cancelled and rescheduled) করা হবে।
জেনে নিন কবে কোন ট্রেন নিয়ন্ত্রিত হবে
(ক) অতিরিক্ত ইএমইউ লোকাল বাতিল
আজ ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত –
হাওড়া থেকে- ৩৭২৪৫, ৩৭৬৫৫, ৩৭২৫৭, ৩৭৬১১, ৩৭৮২৫।
ব্যান্ডেল থেকে- ৩৭২২২, ৩৭২৫৮।
মেমারি থেকে- ৩৭৬৫৬।
পান্ডুয়া থেকে- ৩৭৬১৪।
বর্ধমান থেকে- ৩৭৮৪০। দ্রষ্টব্যঃ ব্লক চলাকালীন |
(খ) অতিরিক্ত মেল/এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ পরিবর্তন
আজ ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত –
আপ অভিমুখে –
১২০২৩ আপ হাওড়া-পাটনা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- ২9.11.2022 থেকে 02.12.2012), |
১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- | 29.11.2022 থেকে 02.12.2012),
20৯৭৫ আপ হাওড়া-আগ্রা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- ২৯.১১.২০২২), ১২১৭৫ আপ হাওড়া- গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- ৩০.১১.2022),
22912 আপ হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- ০১.১২.২০২২), ১২১৭৭ আপ হাওড়া- মথুরা চম্বল এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- ০২.১২.২০২২) ব্যান্ডেল-খানা হয়ে পরিবর্তিত পথে চলবে।
ডাউন অভিমুখে –
১২০২৪ ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- | 29.11.2022 থেকে 02.12.2022),
12042 ডাউন নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ- ২৯.১১.2022 থেকে 02.12.2022) খানা-ব্যান্ডেল হয়ে পরিবর্তিত পথে চলবে।
এছাড়াও স্পেশাল ট্রেন/বিলম্বে চলা ট্রেন, যদি থাকে, প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত বা যাত্রাপথ পরিবর্তিত হবে। তাই যাত্রীসাধারণকে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা শুনতে অনুরোধ করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।
| Train cancelled and rescheduled from Howrah |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ
Comments 1