ওয়েব ডেস্কঃ গ্যাসের দাম কমল ৯১ টাকা ৫০ পয়সা। আজ থেকে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হল ১৮৮৫ টাকা। গত ১ আগস্ট থেকে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাইতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল যথাক্রমে ২০৯৫.৫০ টাকা, ১৯৭৬.৫০, ১৯৩৬.৫০ টাকা এবং ২১৪১ টাকা। এই দাম কমার ফলে হোটেল, রেস্টুরেন্ট সহ যে সমস্ত ব্যবসায় বাণিজ্যিক কাজে এল পি জি সিলিন্ডার ব্যবহার হয় তাঁরা উপকৃত হবেন।
তবে বাড়িতে ব্যবহার করা সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত থাকছে। বাড়িতে ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের দাম জুলাই মাসে ৫০ টাকা বেড়েছিল। তখন কলকাতায় ১০২৯ টাকার সিলিন্ডারের দাম বেড়ে হয়েছিল ১০৭৯ টাকা। তথ্য বলছে বাড়িতে ব্যবহার করা ১৪.২ কেজি সিলিন্ডারের আজকের দাম ১০২৯ টাকা (কলকাতায়)।
প্রসঙ্গত, টাকার মূল্য এবং বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর নির্ভর করে পেট্রোল, ডিজেল সহ গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারিত হয়। দেশের প্রতিটি পরিবার বছরে ১২ টি ১৪.২ কেজি সিলিন্ডার পায় ভর্তুকি মূল্যে। এর বেশি প্রয়োজন হলে ভর্তুকি ছাড়া গ্যাস সিলিন্ডার কিনতে হয়। বাণিজ্যিক এল পি জি সিলিন্ডার এর পাশাপাশি ১৪.২ কেজি সিলিন্ডার এরও দাম কমুক এমনটাই চাইছে মধ্যবিত্ত সমাজ।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ