সুদীপ ঘোষঃ ঋণ খেলাফির মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে (Vijay Mallya) সাজা শোনাল সুপ্রিম কোর্ট (SupremeCourt) । দেশের শীর্ষ আদালত ৪মাসের জেল ও ২০০০ টাকা জরিমানার রায় দান করেছে। ঋণ খেলাফির মামলায় প্রাক্তন কিংফিশার (Kingfisher) কর্তার আদালতের নির্দেশ অবমাননায় এই রায় দান করা হয়েছে।
প্রসঙ্গত, ঋণ খেলাফির মামলায় ৬২০০ কোটি টাকার ঋণ পরিশোধের নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু বার বার নির্দেশ অমান্য করেন ইংল্যান্ডে গা ঢাকা দিয়ে থাকা বিজয় মালিয়া। মহামান্য আদালত আরও নির্দেশ দেন যে, বিজয় মালিয়া আদালতের নির্দেশ অমান্য করে পরিবারের সদস্য দের নামে যে বিপুল অর্থ সরিয়েছেন সেটাও ফেরত দিতে হবে। এরপরও আদালত অবমাননা করলে মামলাকারি সংস্থা গুলি মালিয়ার পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে।
এক সময়ের প্রথম শ্রেণীর এই ব্যবসায়ী, দেশের বিভিন্ন সিডিউল ব্যাংক থেকে প্রায় ৯ হাজার কোটি টাকা ঋণ খেলাফি করে ব্রিটিশদের দেশে গা ঢাকা দিয়েছেন। কিছু মাস ধরে ভারত সরকার তাকে দেশে ফেরানোর চেষ্টা করলেও ইংল্যান্ডের আইনি মারপ্যাঁচে তাকে ফেরানো সম্ভব হচ্ছে না। আদালতের নির্দেশ কিভাবে কার্যকর হয় সেটাই এখন দেখার।