ইন্দ্রাণী লাহাঃ অত্যাধিক গরমে এগিয়ে আনা হয়ে ছিল গরমের ছুটি। করোনা কালে বহুদিন স্কুল বন্ধের পর আবার এই সিদ্ধান্ত অনেক সমালোচনার মুখেও পরে।
রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দন্ড উৎসবে প্রাণহানি হয় তিন শিশুর সঙ্গে গরমে অসুস্থ হয়ে পরে অনেকে। গরমের এই দাবদাহ তে স্কুল পড়ুয়া দের কথা ভেবেই আরও ১১ দিন বাড়ানো হল গরমের ছুটি।
আরই পড়ুনঃ
- সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ
- একনজরে একাধিক সংস্থার চাকরির খবর
- সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- বি এস এফ -এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ
আজ শিক্ষা দপ্তরের একটি নোটিশে জানানো হয় পুনরায় কোনো পরিবর্তন না হলে স্কুল খুলবে ২৬ জুন। যদিও দার্জিলিং কালিম্পং এর মতো পাহাড়ি অঞ্চল গুলিতে আগের নিয়মেই স্কুল চালান যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।