অঋনদম সরকারঃ SSC দুর্নীতি কান্ডে চাকরি হারালেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী । যোগ্যতার মানদন্ডে উত্তীর্ণ না হওয়ায় এবং বেআইনি উপায়ে চাকরি পাওয়ার অপরাধে স্কুলের চাকরি থেকে অঙ্কিতাকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন –
- ডিফেন্স সার্ভিসে পাশ করেছেন মোট ৬৬২২ জন, দেখুন সম্পূর্ণ তালিকা
- মামলার মধ্যেই স্কুল সার্ভিসে ৫২৬১ টি নতুন শূন্যপদ এর বিজ্ঞপ্তি জারি
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ
- পরীক্ষার তারিখ ঘোষণা করল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন
- কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ, দেখে নিন একনজরে
পাশাপাশি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ জানান, অঙ্কিতা অধিকারীকে দুটি কিস্তিতে ফেরাতে হবে বেতন । প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন এবং দ্বিতীয় কিস্তি দিতে হবে ৭ জুলাই।
কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় , আজ থেকে মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে কাজ করতে পারবেন না অঙ্কিতা । স্কুলে ঢুকতে দেওয়া যাবে না তাকে । আপাতত ফাঁকা থাকবে অঙ্কিতার পদ । উক্ত স্কুলের শিক্ষিকা হিসেবে কোথাও নিজের পরিচয় দিতে পারবেন না তিনি ।
প্রসঙ্গত, ২০১৮ সালে মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হন অঙ্কিতা অধিকারী । এর পরই আদালতের দ্বারস্থ হন ওয়েটিং লিস্টে শীর্ষে থাকা ববিতা সরকার।
একদিন যাবৎ খোঁজ চলছিল শিক্ষা প্রতিমন্ত্রীর । মন্ত্রীর খোঁজে টর্চ নিয়ে রাস্তায় নেমে অভিনব কায়দায় চলে অনুসন্ধান , থানায় থানায় মন্ত্রীর নামে মিসিং ডায়েরী করা হয় বাম ছাত্র সংগঠন SFI এর তরফে। অবশেষে কলকাতা হাইকোর্ট তাঁকে গতকাল বেলা ৩টে পর্যন্ত সময় বেঁধে দেয় । এই সময়ের মধ্যে তাঁকে CBI-এর সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় হাইকোর্টের তরফে। যদি তিনি তা না করেন সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে বড় পদক্ষেপ করা হতে পারে বলে জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এরপরেই গতকাল বিমানে তিনি কলকাতায় পৌঁছান এবং নিজাম প্যালেসে হাজিরা দেন। তিন ঘণ্টা ম্যারাথন জেরা করা হয় পরেশ অধিকারীকে। কিন্তু, জেরায় সন্তুষ্ট হননি তদন্তকারী। তাঁকে ফের আজ নিজাম প্যালেসে তলব করা হয়।