সৌমি ঘোষঃ ভয়ানক বিপত্তির মুখে শ্রীলঙ্কার পরিস্থিতি। পুনরায় জারি করা হল শ্রীলঙ্কার জরুরি (Sri Lanka Emergency) পরিস্থিতি। অস্থায়ী প্রেসিডেন্টের মসনদে বসেই রনিল বিক্রমসিংহে (Ranil Wickremesinghe) এই ঘোষণা করেছেন। তিনি আরও জানিয়েছেন , দেশীয় সম্পত্তি ও জনস্বার্থ রক্ষার স্বার্থে ১৮ জুলাই থেকে জরুরি অবস্থা মানতে বাধ্য শ্রীলঙ্কা।
আর্থিকভাবে ধুঁকছে পড়শি দেশ শ্রীলঙ্কা। ইতিমধ্যেই সহায়তার বার্তা দিয়েছে ভারত। আগামী ২০ জুলাই হবে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে নয়াদিল্লি (NewDelhi)।
JBNS ট্যালেন্ট সার্চ -এর ফর্ম ফিল আপ শুরু , পরীক্ষা ২১ আগস্ট
দীর্ঘদিন গণবিক্ষোভে জ্বলছে শ্রীলঙ্কা। খাদ্য শস্য থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দাম জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। অর্থনৈতিক ডামাডোল ও রাজনৈতিক পটপরিবর্তন চলছে কলম্বোয়। জনরোষের মুখে পড়ে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এমতাবস্থায়, জনগনের সুরক্ষা কীভাবে রক্ষিত হয় সেদিকেই তাকিয়ে সমগ্র বিশ্ব।