ওয়েব ডেস্কঃ চলন্ত ট্রেনের নীচ থেকে আচমকাই ধোঁয়া বেরোতে শুরু করে। ঘটনা শিয়ালদহ বালিয়া ডাউন এক্সপ্রেস। ঘটনাটি ঘটে আসানসোলের সিতারামপুর স্টেশনের কাছে।
আরও পড়ুনঃ
- ডিজিট্যাল ইন্ডিয়া কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- কয়েক হাজার শূন্যপদে কর্মী নিয়োগ সরকারি দপ্তরে
- একাধিক বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- চার বছর পর অগ্নিবীর দের কি হবে দেখুন সরকারি ঘোষণা
সূত্রের খবর, রবিবার ভোর রাতে আচমকাই D4 কামরার নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখেন কিছু যাত্রী। ট্রেনে আগুন লেগেছে এই আতঙ্ক মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো কামরায়। শুরু হয় চলন্ত ট্রেন থেকে নামার হুড়োহুড়ি। খবর পেয়ে সিতারামপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। উপস্থিত হন রেল আধিকারিকরা। তাঁরা যাত্রীদের আশ্বস্ত করেন।
রেল সূত্রে খবর, ওই কামরার নীচে থাকা ব্যাটারি গরম হয়ে যাওয়ায় এই বিপত্তি। প্রায় ঘন্টাখানেকের মধ্যে সমস্যার সমাধান করা হয়। এই ঘটনায় গুরুতর কারো আঘাত না লাগলেও হুড়োহুড়িতে ছোটোখাটো চোট পেয়েছেন কয়েকজন। তবে ভোর রাতে এই ঘটনার আকস্মিকতায় শিয়ালদহ বালিয়া ডাউন এক্সপ্রেস এর যাত্রীদের মধ্যে যথেষ্ট আতঙ্কের ছাপ দেখা দিয়েছে ।