ওয়েব ডেস্কঃ এক অসহায় মা তার সন্তানের জন্য কি না করে। মানুষ হোক বা অন্য প্রানী মাতৃত্বের টান হয়তো সবার সমান, তারই প্রমান পাওয়া যাবে এই ভাইরাল ভিডিও তে। আপনিও দেখুন সেই দৃশ্য।
ঘটনাটি এক চিড়িয়াখানার। সেখানে নিশ্চিন্তে ঘুমচ্ছে এক হস্তিশাবক। ঘুমের মধ্যে অল্প নড়ছেও। কিন্তু তাতেও তার মা বুঝে উঠতে পারেনি। শুঁড় দিয়ে ডেকেও যখন উঠছে না বাচ্চা টি, দুশ্চিন্তায় পরে যায় মা। অসহায় ভাবে ছুটে যায় পাশে থাকা কর্মীদের কাছে। তাদের ডাকে অবশেষে মেলে স্বস্তি। ঘুম থেকে উঠেই ছুটে মায়ের কাছে আশ্রয় নেয় শাবক টি। হাতির এই মানবিক আচরন মন কেড়েছে সবার, মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি।