ওয়েব ডেস্কঃ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) রাজ্যে আরও সাতটি নতুন জেলা হওয়ার কথা ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া এই জেলা গুলিকে ভেঙেই নতুন জেলা হচ্ছে বলে জানা যায়। মোট জেলার সংখ্যা হবে ৩০।
এই প্রসঙ্গে মমতা ব্যানার্জি জানান উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে। এছাড়াও বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদ এর বহরমপুর এবং কান্দি এই নতুন জেলাগুলি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এইবার ধাপে ধাপে নতুন এই জেলাগুলিতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে সরকারি সূত্রে খবর।
তাহলে দেখে নেওয়া যাক বাংলা কোন কোন নতুন জেলা পাচ্ছেঃ ১) সুন্দরবন ২)ইছামতী -বনগাঁ সাব ডিভিশন ৩) বসিরহাট ৪) রাণাঘাট ৫) বিষ্ণুপুর ৬) বহরমপুর ও ৭) কান্দি
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ