সন্তু সামন্তঃ প্রায় ৪০ লক্ষ দর্শক এই দুটি ভিডিও দেখে নিয়েছেন। পুলিশের এই উদ্যোগ (Self Defence) কে প্রশংসাও করেছেন নাগরিকরা। অবাঞ্ছিত স্পর্শ বা শারীরিক ও মানসিক ভাবে মহিলাদের হেনস্থা হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। তা সে বাড়ির কাছে হোক বা দূরে। চলতে ফিরতে অনেকক্ষেত্রেই অসহায় পরিস্থিতির শিকার হন। সবক্ষেত্রে সেই মুহূর্তে পুলিশি সহায়তা পাওয়া সম্ভব হয়ে ওঠে না।
UK-India Young Professionals Scheme: সুবিধে পাবেন ৩ হাজার ভারতীয়
তাই আপৎকালীন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করার জন্য পি আই বি ইন্ডিয়ার পক্ষ থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দিল্লি পুলিশের সহযোগিতায় এই ভিডিও তৈরি করা হয়েছে। অবাঞ্ছিত পরিস্থিতিকে প্রাথমিকভাবে সামাল দেওয়ার জন্য এই ভিডিও দুটি আপনার সহায়ক হতে পারে।
Self Defence Techniques for girls by Delhi Police Part 1
Self Defence Techniques for girls by Delhi Police Part 2
প্রসঙ্গত, নিজে থেকেই প্রাথমিক আত্মরক্ষার ব্যবস্থা যাতে মহিলারা করতে পারেন তার জন্য কয়েকবছর ধরে কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ‘তেজস্বিনী’ (TEJASHWIN)। এই প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্যে কলকাতা পুলিশের বিশেষজ্ঞ ট্রেনারদের থেকে প্রশিক্ষণ নেন মহিলারা।
কলকাতা পুলিশের বিশেষজ্ঞ ট্রেনাররা ১২ থেকে ৪৫ বছর বয়সী মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ নেওয়ায় জন্য কোনও টাকাপয়সা লাগে না। তবে নাম রেজিস্টার করতে হবে কলকাতা পুলিশের ওয়েবসাইট বা ফেসবুক পেজে দেওয়া লিঙ্কে। কবে কখন প্রশিক্ষণ দেওয়া হবে তা জানতে ফলো করতে পারেন কলকাতা পুলিশের ফেসবুক পেজ ।
নবচেতন এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট নিয়মিত ফলো করলে আপনিও এই ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন। তাই এখনই ফলো করুন নবচেতন এর ফেসবুক পেজ ।