সুদীপ ঘোষ: প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধাতালিকায় এবারও জেলার জয়জয়কার। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় কল্যাণময় গাঙ্গুলী সকাল ৯ টাই সাংবাদিক সম্মেলন করে ফলাফল প্রকাশ করেন।
আরও পড়ুন –
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- আই ডি বি আই ব্যাঙ্কে ১৫৪৪ জন কর্মী নিয়োগ
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
৬৯৩ নম্বর পেয়ে এবছর মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন দুজন পরীক্ষার্থী। বাঁকুড়ার রামহারিপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র – অর্ণব ঘোড়াই এবং পূর্ব বর্ধমানের সি. এম এস স্কুলের ছাত্র- রৌনক মন্ডল। আর ৬৯২ মার্কসের পেয়ে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন মালদার কৌশিকী সরকার এবং ঘাটালের বিদ্যাসাগর স্কুলের রৌনক মন্ডল। ৬৯১ মার্কসে তৃতীয় স্থানও অধিকার করেছেন দুজন। আসানসোলের অন্যান্য দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা পোদ্দার।
এদিন পর্ষদ সভাপতি প্রথম ১০ স্থান অধিকারীদের মেধাতালিকা প্রকাশ করেন। প্রথম ১০ স্থানে রয়েছেন মোট ১১৪ জন পরীক্ষার্থী। যাদের মধ্যে দশম স্থানে-৪০ জন এবং অষ্টম স্থানে ২২জন।
পর্ষদের তরফে জানানো হয়, এবছর প্রায় ১১লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এবার পাশের হার ৮৬ ৬০%। পাশের হারে এবারও এগিয়ে পূর্ব মেদিনীপুর। এবার মেয়েদের থেকে ছেলেরা পাশের হারে এগিয়ে আছেন। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, সাংবাদিক সম্মেলনের পর সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।
আর আজ সাড়ে ১২ টা থেকে পরীক্ষার্থীরা স্কুল থেকে নিজেদের মার্কশিট হাতে পাবেন। ফল জানার জন্য ওয়েবসাইট গুলি হল- www.wbbse.wb.gov.in , www.wbresults.com , www.exametc.com
প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ই মার্চ,২০২২। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফল প্রকাশে ১৫ দিনের মধ্যে অর্থ্যাৎ ১৭ই জুনের মধ্যে পরীক্ষার্থীরা অনলাইনে রিভিউ এর আবেদন করতে পারবে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ শে ফেব্রুয়ারি থেকে ৮ই মার্চের, ২০২৩এর মধ্যে। মাধ্যমিক অফিসিয়াল ফল প্রকাশের পরই সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ভাসতে শুরু করেছে। সফল পরীক্ষার্থীর জন্য বিশেষ অভিনন্দন রইল নবচেতন- এর পরিবার থেকেও।