সন্তু সামন্তঃ আজ হুল দিবস। এই উপলক্ষ্যে রাজ্যের সমস্ত স্কুলে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। গতকাল রাতে এই মর্মে সরকারিভাবে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়।
আরও পড়ুনঃ
- একাধিক সংস্থায় চাকরির খবর
- DRDO তে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ
- মোট ৩৭০ জন অ্যাসিস্ট্যান্ট পোস্টের মেধা তালিকায় রয়েছেন
- রাজ্য পুলিশে অগ্রগামী পোস্টের ফল প্রকাশিত হল, দেখুন সম্পূর্ণ তালিকা
- উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে MBA কোর্সে ভর্তি
পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্লাস ইলেভেন টুয়েলভ এর থিওরি ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা আজ নিতে বারণ করা হয়েছে। রাজ্য সরকার আজকের দিনটিকে সেকসনাল হলিডে বলে ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমনটাই পর্ষদ সূত্রে খবর।
প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হুল দিবস একটি অন্যতম অধ্যায়। ১৮৫৫ সালে বিহারের ভাগলপুর এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাঁওতাল দিবসের সূচনা হয়। এই অধ্যায়কে সম্মান জানাতে ৩০ জুন দিনটিকে হুল দিবস হিসেবে সম্মানিত করা হয়েছে।