সন্তু সামন্তঃ এবার কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন রোনাল্ডো (Ronaldo) ও বেকহ্যাম (Beckham)। কি অবাক হচ্ছেন তো নাম দুটো শুনে ? অবাক হওয়াটাই স্বাভাবিক। রোনাল্ডো ও বেকহ্যাম তো যথাক্রমে পর্তুগাল ও ইংল্যান্ডের ফুটবলার। তাহলে ভারতের হয়ে কীভাবে প্রতিনিধিত্ব করবেন ? তাও আবার আন্তর্জাতিক খেলায়!
নাম রোনাল্ডো ও বেকহ্যাম। তবে তারা ভারতের নাগরিক এবং কমনওয়েলথ (Commonwealth 2022) গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইক্লিংয়ে। নামটা ফুটবলের সঙ্গে মিল থাকলেও অলিম্পিক গেমসে ভারতের এই দুই তরুণ খেলোয়াড় কিন্তু বেশ পরিচিত। নামের মিল থাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গতকাল ভিডিও কনফারেন্সিংয়ে পরিচয় করার সময় বেশ মজা করেন। তিনি বলেন- “ তাহলে আমাদেরও রোনাল্ডো ও বেকহ্যাম আছে”।
আরও পড়ুনঃ গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মী নিয়োগ
আসলে আন্দামান নিকোবরের তরুণ সাইক্লিস্ট (Cyclist) ডেভিড বেকহ্যাম এর ঠাকুরদা তাঁর এই নামকরণ করেন। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম এর অনুরাগী ছিলেন ঠাকুরদা। ভালোবাসার তাগিদে তাই নিজের নাতির নাম রাখেন বেকহ্যাম। তবে ফুটবলে নিজের প্রতিভা না থাকলেও খেলার জগতে নিজের ছাপ রেখেছেন বেকহ্যাম। মাত্র ১৯ বছর বয়সেই যুব গেমসে ২০০ মিটার সাইক্লিং ইভেন্টে সোনা যেতেন তিনি।
অপরদিকে মনিপুরের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা রোনাল্ডো সিং ২০১৯ সালে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতে খবরের শিরোনামে আসেন। এমনকি এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্য়াম্পিয়নশিপ এর এলিট স্প্রিন্ট ইভেন্টেড় কোয়াটার ফাইনালে ১০ সেকেন্ডেরও কম সময়ে রেস শেষ করে জাতীয় রেকর্ড করেন।
আগামী ২৮ জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহ্যাম এ বসতে চলেছে কমনওয়েলথ গেমস। এই দুই তরুণ তুর্কির সাফল্যের অপেক্ষায় এখন আপামর ভারতবাসী।