ওয়েব ডেস্কঃ মহেন্দ্র সিং ধনী বা কপিল দেব থেকে মহিলা ক্রিকেটের মিতালি রাজ বা ঝুলন গোস্বামী, ভারতীয় ক্রিকেটের তারকাদের নিয়ে বায়োপিক এখন সাধারন ঘটনা। যেখানে অভিনয় করেছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত, অনুস্কা শর্মা, রনবীর কাপুর দের মতো সুপারস্টারেরা। তবে এবার ভারত নয়, ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এক বিখ্যাত বোলারের জীবনকাহিনী আসছে বড় পর্দায়।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস (RawalpindiExpress) অর্থাৎ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার (ShoaibAkhtar) কে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সোশ্যাল মিডিয়ায় শোয়েব আখতার নিজেই জানিয়েছেন তাঁকে নিয়ে হতে চলা এই সিনেমার কথা। বায়োপিকের নাম ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট দ্য অডস’, যা রিলিজ করবে ২০২৩ সালের ১৬ নভেম্বর।
পাকিস্তানের (Pakistan) জার্সি গায়ে প্রায় ১৪ বছর বিশ্ব ক্রিকেটে দাপিয়ে বেড়িয়েছেন শোয়েব। তাঁর ঝুলিতেই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম বলের রেকর্ড। তাঁর বলিং ভয় ধরাত যেকোনো প্রতিপক্ষ ব্যাটার কেই।
তবে সিনেমার কে কোন চরিত্রে থাকছেন তা এখনও প্রকাশ করা হয়নি। আখতারের জীবনের জানা-অজানা গল্প গুলোকে পর্দায় দেখার অপেক্ষায় ভারত-পাকিস্তান সহ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা।