সুদীপ ঘোষঃ নিম্নচাপের রেশ ধরেই ঘুর্ণবাতের কারণে এখন বঙ্গে প্রতিদিনই চলছে বৃষ্টির ঘনঘটা। আগামী রবিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলার পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু তার পরেও স্বস্তি নেই। পুজোর আগে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ।
নিম্নচাপের কারণে ফের ভাসতে চলেছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী রবিবার বঙ্গোপসারের মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ঐ নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় শক্তিশালী হয়ে ওড়িশা ও বাংলা উপকূলের দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। তার কারণেই ২০ থেকে ২৩ শে সেপ্টেম্বর মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কয়েক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। নিম্নচাপের গতিবিধির উপর নজর রাখছে হাওয়া অফিস। এই নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের ঐ কদিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা সমুদ্রের আছে তাদের ২০ তারিখের আগে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে। হাওয়া অফিসের পরবর্তী নির্দেশের উপর নজর রাখতে বলা হয়েছে। তবে নিম্নচাপের অতি বৃষ্টির কারণে পুজোর আগে কলকাতা ও শহরতলীর নিচু এলাকায় জল জমা , রাজ্যের বন্যা কবলিত অঞ্চল হটাত প্লাবিত হওয়া, ফসলের ক্ষতি হওয়া সম্ভবনা, উপকূলবর্তী অঞ্চলের জলোচ্ছ্বাস ও বাঁধ ভাঙার পরিস্থিতি তৈরি হতে পারে।
কিছুদিন আগের তীব্র ভ্যাপসা গরমের মুক্তি হিসাবে আগের সপ্তাহেই নিন্মচাপের বৃষ্টিতে ভেসেছে বাংলা। ঘুর্ণবার্তের জোরে এখনও বৃষ্টি চলছে। শুধু তাই নয় পুজোর সময় বৃষ্টি হওয়ায় সম্ভবনা এখনই উড়িয়ে দিতে পারিনি আবহাওয়া দপ্তর। এবছর বর্ষার দেখা মিলেছে অনেক পরে। অনাবৃষ্টির কারণে একটা সময় ফুটি ফাটা হয়েছিল বাংলার ভূমি। এখনও রয়েছে বৃষ্টির ঘাটতি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে একের পর নিম্নচাপ বৃষ্টি সুখ নিয়ে এলেও পুজোর মরশুমে বৃষ্টির পূর্বাভাস নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বাঙালি।
Weather Update | Rain During Durga Puja| Kolkata | West Bengal |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ