বরুণ মুখোপাধ্যায়: দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। মঙ্গলবার, ৩১ মে এক টুইট বার্তায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল একথা জানান।
আরও পড়ুন –
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
ওই দিন ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীন আইসিএআর- ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্ট আয়োজিত ‘গরিব কল্যাণ সম্মেলন’ অনুষ্ঠানে ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দফতরের প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত অনেক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনও সেইভাবেই কার্যকর করা হবে। খুব শীঘ্রই ভারতবর্ষে জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হবে।
প্রসঙ্গত, জনসংখ্যার নিরিখে চিনের পরেই দ্বিতীয় স্থানে আছে ভারত। বিশেষজ্ঞদের মতে, ২০৫০ সালের মধ্যেই চিনকে টপকে প্রথম স্থান দখল করবে ভারতবর্ষ। তৃতীয় স্থানে থাকা ইউএসএ-ও চলে যাবে চতুর্থ স্থানে। জনসংখ্যা নিয়ন্ত্রণে চিনের নেওয়া ‘এক সন্তান নীতি’ বেশ কার্যকরী ভূমিকা পালন করেছিল। ১৯৮০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চিনে এই আইন বলবৎ ছিল। এর কার্যকারিতা দেখে জনসংখ্যা নিয়ন্ত্রণে ভারত কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে একাংশের ধারণা।
এখন ২০১৯ সালে রাজ্যসভায় ১২৫ জন সদস্যের স্বাক্ষরিত ‘জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল’ ভবিষ্যতে আইনি স্বীকৃতি পায় কি না—সেটার উত্তর সময়ই দিতে পারবে।