সন্তু সামন্তঃ প্রায় ৪ বছরের প্রতীক্ষার অবসান। পথচলা শুরু হল আরামবাগ মেডিক্যাল কলেজ (Arambagh Medical College) এর। কলেজের নামকরণ করা হয়েছে রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন এর নামে (Prafulla Chandra Sen Government Medical College & Hospital)। ২০১৮ সালে হুগলী জেলায় কমপক্ষে ১০০ আসনবিশিষ্ট মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত (Medical College under Centrally Sponsored Scheme (CSS), Phase II) নেওয়ার পরের বছরই ভবন নির্মাণের কাজ শুরু হলেও অতিমারির কারণে মাঝে নির্মাণ পর্ব থমকে যায়। ৪ বছর পর পুরোদমে চালু হল মেডিক্যাল কলেজ।
মেডিক্যাল কলেজ চালু হওয়ার কারণে একই এলাকায় থাকা আরামবাগ মহকুমা হাসপাতাল এবং আরামবাগ সুপার স্পেসালিটি হাসপাতালের নাম অবলুপ্ত হয়ে যাচ্ছে। পুরোটাই নাম হচ্ছে মেডিক্যাল কলেজ এর নামে। তবে চিকিৎসা পরিষেবা আগে যেমন ছিল তেমনই থাকবে। কলেজ সূত্রে খবর, মোট ৫৯৪ বেড এর হাসপাতালে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র ছাত্রীদের পড়াশুনো সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় ৩০ লক্ষ নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য জেনারেল মেডিসিন সহ গুরুত্বপূর্ণ সমস্ত বিভাগ চালু করা হয়েছে।
উল্লেখ্য, মোট ৭ তলা বিশিষ্ট কলেজ ক্যম্পাস। ছাত্র ছাত্রী, নার্স, স্টাফ দের থাকা সহ ও পি ডি কমপ্লেক্স এর জন্য তৈরি করা হয়েছে ১০ তলা বিল্ডিং। কলেজ সূত্রে খবর, এম বি বি এস এর মোট আসন ১০০ টি। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এখনও পর্যন্ত ৮৩ জন পড়ুয়া এম বি বি এস কোর্সে ভর্তি হয়েছেন। ভর্তি নেওয়া হয়েছে নিট আন্ডারগ্র্যাজুয়েট পরীক্ষার (NEET-UG Counselling (all India & state)মাধ্যমে।
| Arambagh Medical College | Prafulla Chandra Sen Government Medical College & Hospital |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
Comments 1