সঞ্জয় বৈরগীঃ সুইডেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার জন্য ‘উলফ ক্রিস্টারসনকে’ অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী আরও জানান , তাঁদের বহুমুখী অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে, একসঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ।
সংবাদ মাধ্যম সূত্রের তথ্য অনুযায়ী,আজ সুইডিশ পার্লামেন্ট ‘মডারেট’ পার্টির নেতা ‘উলফ ক্রিস্টারসনকে’ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে। ৩৪৯ আসন বিশিষ্ট সুইডিশ পার্লামেন্টের ভোটদানপর্বে ‘উলফ ক্রিস্টারসনের’ প্রধানমন্ত্রী হওয়ার পক্ষে ১৭৬টি ও বিপক্ষে ১৭৩ টি ভোট পড়ে। আর এই ফলাফলের সাপেক্ষেই সুইডেনের প্রধানমন্ত্রীর পদ নিশ্চিত করেন ‘উলফ ক্রিস্টারসন’।
ভোট পরবর্তী এক সংবাদ সম্মেলনে ক্রিস্টারসন জানান যে, এটি তাঁর দুর্দান্ত লাগছে, তিনি রিক্সড্যাগ এর কাছ থেকে যে আত্মবিশ্বাস পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ এবং খুশি।
উল্লেখ্য, সুইডেনের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা আন্ডারসন,একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ক্রিস্টারসনকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশী, মধ্যপন্থী, খ্রিস্টান ডেমোক্র্যাট এবং উদারপন্থীদের নিয়ে তিন-দলীয় জোট সরকারের নেতৃত্ব দেবেন ক্রিস্টারসন।
PM narendramodi congratulates Ulf Kristersson next Prime Minister of Sweden
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ