প্রিয়াঙ্কা সিংহঃ ভারতের চতুর্থ মহিলা পর্বতারোহী হিসেবে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (৮৮৮৬ মিটার) জয় করে আবার ইতিহাস রচনা করলেন বঙ্গকন্যা পিয়ালী বসাক। তার অদম্য প্রাণশক্তি সমস্ত বাধাবিপত্তি কে উপেক্ষা করে তাকে তার লক্ষ্য পৌঁছতে সাহায্য করেছে।
আরও পড়ুন-
- চাকরি খুঁজছেন? যোগ্যতা অনুযায়ী এখনই আবেদন করুন
- স্নাতকোত্তরে ভর্তির ক্ষেত্রে আমূল পরিবর্তন, জানুন UGCর নিয়ম
- ডিফেন্স সার্ভিসে পাশ করেছেন মোট ৬৬২২ জন, দেখুন সম্পূর্ণ তালিকা
- মামলার মধ্যেই স্কুল সার্ভিসে ৫২৬১ টি নতুন শূন্যপদ এর বিজ্ঞপ্তি জারি
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ
২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু (৮১৬৩ মিটার) জয় করে ২০১৯ সালে তিনি এভারেস্ট জয়ের পথে রওনা দিয়েছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাকে ফিরে আসতে হয়েছিল। এরপর ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ২০২১ সালের ১লা অক্টোবর ভারতের প্রথম অসামরিক মহিলা হিসেবে অক্সিজেন ছাড়াই পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলগিরি (৮১৬৭ মিটার) জয় করেন। হুগলী জেলার চন্দননগর কাঁটাপুকুর অঞ্চলের বাসিন্দা পিয়ালী বসাক পেশায় চন্দননগর কানাইলাল বিদ্যামন্দিরের প্রাথমিক বিভাগের শিক্ষিকা।
এবছর আবার তিনি এভারেস্ট জয়ের লক্ষ্যে গত ২৮ মার্চ চন্দননগর থেকে রওনা দেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় অর্থাভাব। এভারেস্ট অভিযানের খরচ প্রায় ৩৫ লাখ টাকা। এত টাকা জোগাড় করতে না পারায় তিনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অর্থ সাহায্যের আবেদন করেন। অনেক দয়ালু মানুষ তাকে সাহায্য করলেও এখনও অনেক টাকার ঋণ তার ওপর। এরপর গত শনিবার সন্ধ্যায় বেস ক্যাম্প ৪ থেকে তিনি সামিটের জন্য রওনা দেন এবং ২২শে মে রবিবার ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৮ টা নাগাদ তিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন।
জানা গিয়েছে, পিয়ালি দেবী অক্সিজেন ছাড়াই ৮৪৫০ মিটার পর্যন্ত ওঠেন কিন্তু আবহাওয়া খারাপ হতে থাকলে তিনি অসুস্থ বোধ করছিলেন তাই শেষ ৪৫০ মিটারের মত পথে তাকে কৃত্রিম অক্সিজেনের সাহায্য নিতে হয়। আপাতত এভারেস্ট জয় করে তিনি এ বার ক্যাম্প ৪-এ ফিরে বিশ্রাম নেবেন। তারপর শরীর সুস্থ হলে অক্সিজেনের সাহায্য ছাড়াই মাউন্ট লোৎসের দিকে রওনা দেবেন।