ওয়েব ডেস্কঃ সার্ভিস চার্জ অন্যায্য, তা দিতে বাধ্য নয় গ্রাহক রা। কেন্দ্রীয় গ্রাহক নিরাপত্তা কর্তৃপক্ষ -র পক্ষ থেকে এমনই এক নোটিশ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুনঃ
- CDAC তে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- নেট এর কোন বিষয়ের কবে পরীক্ষা জানিয়ে দিল NTA
- একসঙ্গে একাধিক সংস্থায় চাকরির খোঁজ
- একসঙ্গে একাধিক সংস্থায় চাকরির খোঁজ
- সরকারি স্কুলে ৫৮৪ জন শিক্ষক নিয়োগ
সার্ভিস ট্যাক্সের নামে অতিরিক্ত মুনাফা আদায় করে থাকে রেস্তোঁরা গুলো। এবার তাতেই লাগাম টানতে এই পন্থা নিল সিসিপিএ।
ভোক্তা বিষয়ক মন্ত্রকের মতে সাধারনত ১০% সার্ভিস ট্যাক্স নেওয়া হয়। কিন্তু এই ট্যাক্স খাবার বা পানীয়ের দামের সাথেই ধরা থাকে, তাই আলাদা কোন টাকা নেওয়া অবৈধ্য। ক্রেতারা এই চার্জ দেবেন কিনা সেটা তাঁদের সম্পুর্ণ ঐচ্ছিক বিষয়।
আরও পড়ুনঃ মানুষ থেকে হয়ে গেল কুকুর
কোনো হোটেল বা রেস্তোরাঁ এই নিয়ম না মেনে সার্ভিস চার্জ ধার্য করলে, ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন (NCH) এ অভিযোগ জানাতে পারেন। 1915 নম্বরে কল করে বা NCH মোবাইল অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে।