সৌমি ঘোষ: জরুরি বিজ্ঞপ্তি জারি করে নবান্ন থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ, শুক্রবার বার থেকে আগামী সোমবার সকাল ৬ টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
আরও পড়ুন-
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- বি এস এফ -এ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ
- একসঙ্গে ৫ টি সংস্থায় কাজের খোজ
- WBCS প্রিলি পরীক্ষার জন্য বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করল PSC
- ইন্দো – টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে কর্মী নিয়োগ
রাজনৈতিক চাপানউতোরের জেরে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তাল হয়ে উঠেছে হাওড়া। চলছে পথ অবরোধ, পুলিশকে লক্ষ্য করে চলে ইঁটবৃষ্টি। অনেক চেষ্টার শেষে অবরোধ ও বিক্ষোভ প্রশমিত করে পুলিশ। কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। আর তারপরই ভুয়ো খবর ছড়ানো রোধ করতে ইন্টারনেট পরিষেবায় লাগাম টানা হচ্ছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলে বাকি পদক্ষেপ জানানো হবে,নবান্ন সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে। এমনকি ভয়েস কলের ওপরও নজরদারি চালানো হবে।