কোয়েল দত্ত: করোনা অতিমারির দগদগে ঘা শুকোতে না শুকোতেই নতুন আতঙ্ক ‘মাঙ্কিপক্স’ উদ্বেগ বাড়াচ্ছে বিশ্ববাসীর।
আরও পড়ুন –
- ট্রেনিং নিয়ে উচ্চমাধ্যমিক পাশ দের সরকারি চাকরি
- বিভিন্ন সংস্থায় একাধিক পদে নিয়োগ , এখনই আবেদন করুন
- ব্রেকিং নিউজঃ ৮৩৫ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ, দেখে নিন একনজরে
- বিনামুল্যে নার্সিং শিখে সেনাবাহিনী তে চাকরির সুযোগ
সংবাদ সংস্থা সূত্রে খবর – এক মার্কিন নাগরিক 2022 সালের এপ্রিল মাসের শুরুতে কানাডা ঘুরতে যান। মে মাসের দিকে দেশে ফিরে এলে রিপোর্টে প্রথম তার শরীরে এই ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। এর পরেই যুক্তরাষ্ট্র,পর্তুগাল,স্পেনে এই ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে।
শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনও ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরের প্রবেশ করতে পারে মাঙ্কি ভাইরাস। অন্তত বিশেষজ্ঞরা প্রাথমিক ভাবে এটাই ধারণা করেছিলেন। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে অন্য কথা। আক্রান্ত কোনও ব্যক্তির সঙ্গে শারীরিক মিলনেও মাঙ্কি পক্সে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে এমনটাই বিশেষজ্ঞদের মত।
মাঙ্কিপক্স সংক্রমণের লক্ষণ:
কাঁপুনি দিয়ে জ্বর,প্রবল মাথা যন্ত্রণা, গায়ে হাত পায়ের পেশিতে ব্যথার মতো কিছু সাধারণ উপসর্গ দেখা দেবে। তারপর আক্রান্তের শরীরে ছোট ছোট অসংখ্য ফোসকা তৈরি হবে এবং পরে তা ক্ষতচিহ্নের আকার নেবে। ক্রমশ সেই ক্ষত গভীর হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়বে।
ভারতে এখনও এই রোগের প্রভাব পড়েনি ঠিক কথা, তবে পড়তে কতক্ষণ ?