তিয়াশা ভক্তাঃ স্ট্রিমিং মিডিয়ার কথা উঠলে যার নাম সবার আগে মাথায় আসে তা হলো নেটফ্লিক্স (Netflix)। ১৯৯৯ সালে লঞ্চ হওয়া এই মিডিয়াটি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সারা দেশে এমনকি সারা বিশ্বে। তবে গ্রাহকদের একটু চিন্তায় ফেলতে নেটফ্লিক্স ঘোষণা করলো এক নতুন নিয়ম।
অ্যাকাউন্টের পাসওয়ার্ডে টানতে চলেছে বেড়াজাল। Netflix এর অ্যাকাউন্ট হবে নতুন নিয়মে বন্দী। এক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আর অন্যজনকে শেয়ার পারবে না করতে। এই কৌশল অবলম্বন করলেই অতিরিক্ত চার্জ বসবে গ্রাহকের ওপর। ২০২৩ এর প্রথম থেকেই এই কড়া নিয়ম চলবে গ্রাহকদের ওপর।
সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে নেটফ্লিক্স এর সাবস্ক্রাইবার না বাড়ায় বেশ চিন্তায় পড়েছিল কোম্পানি। জানা যায় এক অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ারে চলছে অনেকজনের ভিডিও দেখা, ডাউনলোড। তাই সাবস্ক্রিপশনের গতিরুদ্ধ। সেই গতি সচল করতেই এই নয়া পদক্ষেপ।
ইতিমধ্যে স্কিমটি ট্রায়াল হয়েছে লাতিন আমেরিকায় । পরিবারের বাইরে পাসওয়ার্ড শেয়ারে বসবে অতিরিক্ত চার্জ। প্রতিবেদনে এখনও সঠিক চার্জের পরিমাণ জানানো হয়নি। তবে মূল হারের এক চতুর্থাংশ হতে পারে বলে জানা গেছে সূত্র মারফৎ। কৌশল অবলম্বন করলে তা হতে পারে ৩-৪ ডলার ।
প্রসঙ্গত, যারা তাদের নিজস্ব অ্যাকাউন্ট পেতে চাইছেন তারা অ্যাকাউন্টের মাইগ্রেশন ব্যবহার করে নিজস্ব ডাটা, ভিডিও দেখার ইতিহাস ও অন্যান্য সকল তথ্য স্থানান্তরিত করে নতুন অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রিপশন নিতে পারেন।