তিয়াশা ভক্তাঃ বিশ্বের ২০ টি দেশের অর্থমন্ত্রী ও ব্যাংক গভর্নরের সমন্বয়ে গঠিত জোট G20 ( গ্রুপ অফ্ টোয়েন্টি)। সেই ২০ টি দেশের মধ্যে আগামী বছরের সভাপতিত্বের ভার উঠলো ভারতের কাঁধে। আজ বিকাল ৪:৩০ টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উন্মোচন করবেন প্রেসিডেন্সির লোগো, থিম ও ওয়েবসাইট ।
G20 অর্থনৈতিকভাবে সাহায্যকারী গ্লোবাল ফোরাম। আগামী ১লা ডিসেম্বর G20 প্রেসিডেন্সি গ্রহণ করবে ভারত। প্রধানমন্ত্রী জানিয়েছেন এই লোগো ও ওয়েব সাইটের মধ্য দিয়ে ভারতের সকল বার্তা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।
এখানে সারাবিশ্বের জিডিপির ৮৫% , বিশ্ববাণিজ্যের ৭৫% ও বিশ্বের দুই – তৃতীয়াংশ জনসংখ্যা প্রতিনিধিত্ব করে। এই ফোরামের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৫-১৬ই নভেম্বর ।যেখানে শীর্ষ যোগদানকারী হিসাবে অন্যান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন এই প্রেসিডেন্সি থাকা কালীন সারা ভারতে ৩২টি সেক্টরে প্রায় ২০০টি বৈঠক করবে দেশ।
প্রসঙ্গত, ২০২৩ সালে ভারতের সভাপতিত্ব কালীন ভারতের পাশে থাকবে ত্রয়ী গোষ্ঠীর অন্য দুই দেশ ইন্দোনেশিয়া ও ইতালি । G20 প্রেসিডেন্সি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর গঠিত বিশ্বব্যাপী এজেন্ডায় বিশেষ অবদান রাখার জন্য ভারতকে একটি বিশেষ সুযোগ করে দেবে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।