সুদীপ ঘোষঃ মুজাফফর আহমেদ স্মৃতি পুরস্কার(Muzaffar Ahmad Prize) পাচ্ছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। স্বাধীনতা সংগ্রামী মুজফফর আহমেদের ১৩৪ জন্ম বার্ষিকীতে বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এই বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে।
ভারতরত্ন অর্থনীতিবিদের সাম্প্রতিক বই “হোম ইন দ্যা ওয়ার্ল্ড” (Home In The World) বা “জগৎ কুঠির” এর জন্য তাকে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে। তার এই বই মায়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের অসহায় কাহিনী ও ভারতের পক্ষাপট উপর রচিত হয়েছে।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বামপন্থী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন মুজাফফর আহমেদ , যিনি কাকাবাবু নামে পরিচিত ছিলেন। সেই স্বাধীনতা সংগ্রামী কাকাবাবুর জন্মদিনে গতকাল কলকাতার মহাজাতি সদনে রাজ্যের প্রাক্তন সংসদ মহম্মদ সেলিম এই পুরস্কার প্রদান করেন। ডক্টর সেন নিজে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তার প্রাচীতী ট্রাস্টের ডিরেক্টর মানবী মজুমদারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
শ্রী সেন এক স্বাগত বার্তায় এই পুরস্কার প্রদান নিয়ে ট্রাস্টকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বামপন্থী স্বাধীনতা সংগ্রামী মুজাফফর আহমেদের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ্য করেছেন।
মুজাফফর আহমেদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয় লেখালিখির উপর। এই পুরস্কার কমিটির সভাপতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দেশে বিদেশে বারবার সম্মানিত হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অর্থনীতিবিদ। এবার নিজের শহরে তার মুকুটে যুক্ত হল নতুন পালক।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ