স্নিগ্ধা হালদারঃ বিসর্জন চলাকালীন বড় বিপর্যয় জলপাইগুড়ির মালবাজারে। হটাৎ মাল নদীতে হরপা বান আসায় বহু মানুষ ভেসে যায়, এখনও পর্যন্ত মৃত ৭। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। এখনও নিখোঁজ অনেকে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর বুধবার রাত সাড়ে আটটা নাগাদ মালবাজারের পূর্ব প্রান্ত দিয়ে বয়ে চলা মাল নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জন চলছিল। নদীর ধারে ভিড় করেছিল অসংখ্য মানুষ। হঠাৎ রুদ্ররুপ ধারণ করে মালনদী। পাহাড়ের উপর থেকে ধেয়ে আসে হরপা বান। সেই বানের তোরেই তলিয়ে যায় বহু মানুষ সহ প্রতিমা নিরঞ্জনের ট্রাক।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। বেশ কয়েকজনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টি হয়েছে। এরফলে পাহাড় থেকে জল নামতে শুরু করে আর তাতেই বিপর্যয়।
নদীর এই বিপজ্জনক চরিত্র জানা সত্ত্বেও বিসর্জনের অনুমতি কীভাবে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা কেনো নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে নিখোঁজদের সন্ধানে সকাল থেকেই তল্লাশি অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী । পাশাপাশি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করার নির্দেশও দিয়েছেন। এছাড়া নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনার পরিপ্রক্ষিতে সমবেদনা জানিয়েছেন।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ