সন্তু সামন্তঃ প্রতীক্ষার অবসান। ঘোষিত হল ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর নাম। টেরেসা মে ও মার্গারেট থ্যাচারের পরে তৃতীয় মহিলা হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন লিজ ট্রাস (Liz Truss)। প্রতিদ্বন্দ্বী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক কে ৮০ হাজার ভোটে হারিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রীট এর দখল নিলেন ট্রাস।
ব্রিটেনের সংসদীয় রীতি অনুযায়ী শাসক দলের নেতাই প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত হন। গত জুলাইয়ে পদত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। তারপর থেকেই শুরু হয় পরবর্তী প্রধানমন্ত্রীর খোঁজ। বরিসের পছন্দের প্রার্থী লিজ ট্রাস নির্বাচনের শুরুতে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনক এর থেকে পিছিয়ে থাকলেও শেষ হাসি তিনিই হাসেন।
প্রায় ১ মাস আগে ৪৭ বছরে পা দেওয়া লিজ ট্রাস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হয়েছেন। কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতিতে ডেমোক্রাট হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে কনজারভেটিভ দলে নাম লেখান। প্রাক্তন প্রধানমন্ত্রী বরিসের বানিজ্যমন্ত্রক ও বিদেশমন্ত্রকের দায়িত্বভার সামলেছেন তিনি। দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন আন্তদেশীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকায় তার সাফল্য দেখার অপেক্ষায় ব্রিটেনবাসী।