কোয়েল দত্ত : অস্ট্রেলিয়ার শার্ক বে উপসাগর থেকে সন্ধান পাওয়া গেলো পৃথিবীর দীর্ঘতম উদ্ভিদের। এত বড়ো সামুদ্রিক উদ্ভিদ দেখে হতবাক গবেষক মহল।
পশ্চিম অস্ট্রেলিয়ার একদল গবেষক এ বিষয়ে জানান যে, ওই উপকূল বরাবর তৃণভূমির পুরোটাই একটা সামুদ্রিক উদ্ভিদ। তবে এটি মূলত গুল্ম জাতীয়। যার আকার যুক্তরাষ্ট্রের ম্যানহাটান আইল্যান্ডের প্রায় তিনগুণ।
আরও পড়ুন –
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
- ভারতীয় রেলে মোট ৯২৪৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ
- চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন
- পোস্ট অফিসে চাকরি করতে গেলে আবেদন করুন ৫ দিনের মধ্যে
- ৫ টি কোম্পানিতে কর্মী নিয়োগ, এখনই আবেদন করুন
গবেষণা করে দেখা গেছে উপসাগরের ১৮০ কিমি জায়গা জুড়ে একটি উদ্ভিদ হওয়ায়, এটি দীর্ঘতম উদ্ভিদে পরিণত হয়েছে। তবে এত বড়ো সামুদ্রিক উদ্ভিদ দেখে তারাও হতবাক হয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী প্রায় সাড়ে চার হাজার বছর আগে, একটি বীজ থেকে উপকূলের ২০০ বর্গ কি.মি বরাবর এই সামুদ্রিক তৃণভূমিটি ছড়িয়ে পড়ে।যা ফাইবার উইড বা রিবন উইড নামে পরিচিত। এটি বছরে ৩৫ সেমি করে বৃদ্ধি পায়।
পার্থের শহর থেকে ৫০০ কিমি উত্তরে শার্ক বে উপসাগরে, জলজ উদ্ভিদ নিয়ে গবেষণা করার সময় তারা এই উদ্ভিদের অঙ্কুর আবিষ্কার করেছেন বলে এমনটা জানিয়েছেন।