প্রিয়াঙ্কা সিংহঃ- কোথাও ঘুরতে যাবেন সঙ্গে আপনার পরিবারের ছোটো সদস্য ও যাবে? তাহলে সর্ব প্রথম একটি লিস্ট করে ফেলুন, নইলে শেষ মুহূর্তে কিছু প্রয়োজনীয় জিনিস ভুলে যেতে পারেন।
ওষুধ
একজন প্রাপ্ত বয়স্ক ও একজন বাচ্চার ওষুধ আলাদা। রাস্তায় যেকোনো সময় যে কোন বিপদ হতে পারে।
বেড়াতে গিয়ে সবসময় কাছাকাছি ওষুধের দোকান বা ওষুধ নাও পেতে পারেন। তাই বাচ্চার সর্দি, কাশি, জ্বর, পেট ব্যথা, বমি,পেট খারাপ ইত্যাদির ওষুধ অবশ্যই সঙ্গে রাখুন। পারলে একটি থার্মোমিটারও সাথে রাখতে পারেন।
জল
জলের অপর নাম জীবন। আবার এই জল থেকেই অনেক রোগ ছড়াতে পারে, তাই সবসময় চেষ্টা করবেন আপনি এবং আপনার বাচ্চা বিশুদ্ধ পানীয় জল পান করতে। তাই বাড়ি থেকে বেরোনোর সময় বেশি করে জল নিয়ে বেরোন।
খাবার
বাচ্চাদের খুব ঘন ঘন খিদে পেতে পারে, অনেক সময় বেড়াতে গিয়ে সময় সময়ে খাবার পাওয়া যায় না, সেক্ষেত্রে সর্বদা অন্ততঃ একদিনের বেশ কিছু স্বাস্থ্যসম্মত শুকনো খাবার সঙ্গে রাখুন।
জামাকাপড়
বাচ্চারা খেলাধুলার সময়,খাওয়ার সময় খুব তাড়াতাড়ি জামাকাপড় নোংরা করে ফেলে, তাই বেড়াতে গিয়ে বেশি করে জামাকাপড় সঙ্গে নিন।
সাথে সাথে ব্যাগটি হালকা রাখার জন্য সুতির জামাকাপড় নিন,প্রয়োজনে ধুয়ে ব্যবহার করতে পারবেন । খুব ঠান্ডা হলে, থার্মাল জাতীয় জামাকাপড় সঙ্গে নিতে।
একটি বিছানার চাদর অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। এটি অবশ্যই সঙ্গে রাখুন।
পরিচয়পত্র
বিভিন্ন হোটেলে বা কোন জায়গার পারমিট এর ক্ষেত্রে পরিচয় পত্র অবশ্যই জরুরি। অথবা বেড়াতে গিয়ে দুর্ঘটনাবশত আপনার বাচ্চাটি কোথাও হারিয়ে গেলে সেক্ষেত্রে পরিচয় পত্র সাথে থাকলে সুবিধা হবে।
স্নানের সামগ্রী
আপনার বাচ্চার স্নানের সময় ব্যবহৃত সামগ্রী যেমন তোয়ালে, সাবান,শ্যাম্পু সঙ্গে রাখুন, কারন হোটেলে যেসমস্ত সামগ্রী দেওয়া হয় সেগুলি বড়দের জন্য। সেগুলি ব্যবহার করলে আপনার বাচ্চার ত্বকের সমস্যা হতে পারে।
খেলনা
অনেক সময় নতুন জায়গায় বাচ্চাদের মানিয়ে নিতে সময় লাগে। সেক্ষেত্রে তাদের মধ্যে অসহযোগিতার ব্যবহার লক্ষ্য করা যায়, সেই সময় প্রিয় খেলনাটি পেলে তাদের মন ভালো হবে।
অতিরিক্ত ব্যাগ
অনেক সময় একটি ব্যাগে বাচ্চার পরিস্কার জামাকাপড়ের সাথে নোংরা জামাকাপড় মিশে যায়, সেক্ষেত্রে সমস্যা এরাতে একটা দুটো অতিরিক্ত ব্যাগ সঙ্গে রাখুন।
মশারি
এই মশার উপদ্রব সর্বত্র, বেড়াতে গিয়ে সব হোটেলে সবসময় এর থেকে বাঁচার উপায় থাকে না, সেক্ষেত্রে নিজে সতর্ক থাকুন।
ছাতা/ টুপি
সূর্যের অতিরিক্ত তাপ থেকে বাঁচার জন্য অবশ্যই টুপি অথবা ছাতা সঙ্গে রাখুন। এছাড়া হঠাৎ বৃষ্টি নামলেও ছাতার দরকার হবে।
ফ্লাক্স
বাচ্চার দূধের প্রয়োজনে যেকোন সময়ে গরম জলের দরকার পড়তে পারে। সঙ্গে একটি ফ্লাক্স থাকলে সুবিধা হবে।
Sanitizer
পরিস্কার পরিচ্ছন্ন এবং জীবাণু মুক্ত রাখতে sanitizer সঙ্গে রাখুন।
নিত্যপ্রয়োজনীয় জিনিস
নিত্যপ্রয়োজনীয় আরও কিছু জিনিস যেমন দূধের বোতল, একটি বাটি ও চামচ, Diapers, Wipes, Bibs এগুলি অবশ্যই সঙ্গে রাখুন।