সুদীপ ঘোষঃ বঙ্গদেশের রাজা শশাঙ্কের রাজধানী “কর্ণসুবর্ণের গুপ্তধন” উদ্ধারে আসছেন অধ্যাপক সুবর্ন সেন। “গুপ্তধনের সন্ধানে” ও “দূর্গেশগড়ে গুপ্তধন”- এর রহস্য উন্মোচনের পর আবীর ও ঝিনুককে সঙ্গে নিয়ে পুজোয় আবার নতুন গুপ্তধনের সন্ধানে আসছেন সোনা দা।
দর্শকদের ভালোবাসায় আবার প্রাচীন ইতিহাসের গোয়েন্দাগিরি করতে হাজির ধ্রুব ব্যানার্জির ডিটেকটিভ সোনা দা ওরফে আবীর চ্যাটার্জি। বাঙালির মহা পুজোয় রহস্য ও রোমাঞ্চ প্রেমী বাঙালির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর বড় পর্দায় আসছে “কর্ণসুবর্ণের গুপ্তধন”। সোনাদার সহযোগী আবীর ও ঝিনুকের চরিত্রে এবারও অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও ঈশা সাহা। আর এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সৌরভ দাশকে। ছবির সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
ধ্রুব ব্যানার্জির গুপ্তধন সিরিজের এই তৃতীয় ছবির পেক্ষাপট বাংলার সার্বভৌম রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ, যা বর্তমানে মুর্শিদাবাদ জেলায়। সেই কর্ণ সুবর্ণের মাটির নিচের রহস্যময় বিপুল গুপ্তধন উদ্ধার করবেন বুদ্ধিদীপ্ত প্রফেসর সুবর্ন সেন। ডিটেকটিভ ব্যোমকেশের চরিত্রের মতোই অভিনেতা আবীর চ্যাটার্জির সোনা দা চরিত্রও খুব জনপ্রিয় টলিউডের দর্শকদের কাছে। আর সেই দর্শকদের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়েই এস. ভি. এফ – এর ব্যানারে আবার গুপ্তধন উদ্ধারে আসছেন ডিটেকটিভ সোনা দা।
আগেই প্রকাশিত হয়েছিল ছবির পোস্টার, আর গত কাল প্রকাশিত হল ছবির ট্রেলার । অধ্যাপক সুবর্ন সেনের গোয়েন্দাগিরি , রহস্য ও রোমাঞ্চের সাথে থাকছে আবীর ও ঝিনুকের দুষ্টু- মিষ্টি প্রেমের কাহিনী।
কর্ণসুবর্ণের ঐতিহাসিক সৌধ ও জঙ্গলের মাঝে গা ছমছমে রহস্য আর শত্রুদের আক্রমণের প্রতিকূল পরিবেশেই নিজের বুদ্ধি ও বাহুবল দিয়েই বাংলার লুকানো সম্পদ উদঘাটন করবেন সবার প্রিয় সোনা দা। মুর্শিদাবাদ ছাড়াও এই ছবির শ্যুটিং হয়েছে বাংলার বন- জঙ্গল- পাহাড়ের বিভিন্ন প্রান্তে। ইতি মধ্যেই এই ছবির ট্রেলার সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই ট্রেলার নিয়ে সোশ্যাল মিডিয়ার শুরু হয়েছে জোর গুঞ্জন।
শরতের সাদা মেঘের ভেলা, কাশ ফুলের দোলা, শিউলি ফুলের সুগন্ধ ও প্রিয় ঢাকের তালের সাথে গুপ্তধনের রহস্য দিয়েই এবছর শুরু হতে চলেছে বাঙালির প্রাণের পুজো। উৎসবের আবহে সোনা দার রহস্য উন্মোচন উপভোগ করার জন্য উত্তেজনা বাড়ছে বাংলা ছবির দর্শকদের মধ্যে।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ