সন্তু সামন্তঃ প্রাক প্রজাতন্ত্র প্যারেড এর দশ দিনের ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন হল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (Kalyani university)। মোট ২০০ জন এনএসএস-এর ভলেন্টিয়ার ১০ দিন প্যারেডের প্রশিক্ষণ নেবেন। এখান থেকে বাছাই হয়ে আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে অংশগ্রহণ করবেন এই সমস্ত ছাত্র ছাত্রী।
উল্লেখ্য, এই ক্যাম্পে অংশগ্রহণ করছে উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের এই দশটি রাজ্য – পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, উড়িষ্যা, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ ও অসম। কেন্দ্রের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীন রাজ্যের এন এস এস ডিরেক্টরেট এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটরিয়ামে উদ্বোধনী অনুস্থানের প্রধান অতিথি ছিলেন রাজ্য টিচার্স ট্রেনিং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্রের যুব ও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে রামচরণ মিনা ও সাগর মন্ডল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ অধ্যাপক, গবেষক এবং অভিভাবকদের উপস্থিতিতে প্যারেডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মানসকুমার সান্যাল।
|Kalyani university| pre republic day parade |
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।