সুদীপ ঘোষঃ আশঙ্কায় সত্য হল, হাসপাতালে প্রয়াত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। আজ সকালেই নির্বাচনী জনসভায় তিনি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন। তখন থেকেই তার মৃত্যুর খবর আসছিল কোন কোন সংবাদমাধ্যম থেকে। কিন্তু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুওমো কিসিদা তার চিকিৎসা চলার কথা জানান।
নারা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা চলছিল বলে জানা গিয়েছিল। কিন্তু এবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে জাপানের লোকাল সংবাদ মাধ্যমে। সংবাদ সংস্থা এ. এন. আই সূত্রেও তার মৃত্যুর কথা জানানো হয়েছে। শিনজো অ্যাবের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে উদ্বেগ শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন।