সঞ্জয় বৈরাগীঃ ইউক্রেন -রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং তারই সঙ্গে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই বেড়ে চলেছে জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। আর এই পরিস্থিতির শিকার উন্নয়নশীল দেশগুলি। সংকুচিত হচ্ছে বৈদেশিক মুদ্রা ভান্ডার।
এমন অবস্থায় ভারতের নিজস্বতা এবং বৈদেশিক নীতিতে নিরপেক্ষ অবস্থান এর ফলশ্রুতি রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল আমদানি। এই নিয়ে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সময় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে দেশের মুখপাত্রকে।
ভারত-থাইল্যান্ড এর নবম যৌথ কমিশনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, রাশিয়ার থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি দেশের জন্য ‘সেরা চুক্তি’। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উন্নয়নশীল দেশগুলিতে যে প্রভাব পড়ছে তা তিনি উল্লেখ করেন যৌথ কমিশনের ভরা সমাবেশে।
প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল আমদানির সমালোচনার যোগ্য জবাব এর আগেও দিয়েছে ভারত। রাশিয়া থেকে ইউরোপ যেখানে নিয়মিত গ্যাস আমদানি করছে সেখানে শুধুমাত্র ভারতকে কেন সমালোচনার সম্মুখিন হতে হচ্ছে, বিশ্ব যে ক্রাইসিস এর মধ্য দিয়ে চলছে তা সবাইকে বুঝতে হবে , এমনটাই জানান- চলতি বছরের জুন মাসে স্লোভাকিয়ায় অনুষ্ঠিত ‘GLOBSEC 2022 Bratislava’ র ফোরামে এমনটাই জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ