কোয়েল দত্ত : দূরপাল্লার ট্রেনে অনলাইন টিকিট কাটায় নতুন সুযোগ করে দিল ভারতীয় রেল। আইআরসিটিসি ওয়েবসাইট ও অ্যাপে এখন আরো বেশি টিকিট কাটতে পারেন একটি আইডি থেকেই।
আগে একটি ইউজার আইডি থেকে মাসে ৬ টি টিকিট কাটা যেতো। এখন তা বাড়িয়ে করা হচ্ছে ১২ টি । যাদের আধার লিঙ্ক করা রয়েছে, বাড়তি সুবিধা হিসেবে তারা মাসে ২৪ টি টিকিট কাটতে পারবেন। অনলাইনে এই ব্যবস্থাপনা রেলের আর্থিক পরিমান অনেকটাই বাড়িয়ে দেবে বলেই মনে করছেন রেল আধিকারিকরা।
আরও পড়ুনঃ
- গ্রামীণ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় ১০৬৭৬ অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
- মোট ১৬৯৬ জনের নাম ও রোল নম্বর প্রকাশ করল পি এস সি
- ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ
- বি.এড কোর্সে ভর্তি নিচ্ছে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়
- মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মমুখী কোর্স করে প্লেসমেন্টের সুযোগ !
তবে আইআরটিসি ওয়েবসাইট ও অ্যাপ যারা ব্যবহার করবে, তারাই এই সুবিধাটি পাবেন। অন্যক্ষেত্রে টিকিট কাটার কোনো নিয়ম বদল হবে না।
কবে থেকে এই ব্যবস্থা কার্যকরী হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি রেলের তরফ থেকে।