তিয়াশা ভক্তাঃ কথায় আছে সব পাখি মাছ খায় , মাছরাঙার দোষ হয়। দূষনের কথা বললেই আঙ্গুল ওঠে গাড়ির দিকে। জনসংখ্যার তুলনায় দ্রুত হারে বেড়ে চলেছে গাড়ির সংখ্যা । এ কথাও ঠিক যে গাড়ির ধোঁয়া থেকেই হয় সর্বোচ্চ বায়ু দূষণ। আর সেই দোষের ভাগীদার থেকে মুক্ত করতেই শহরে চালু হল ইলেকট্রিক দোতলা বাস।
২০২২ সালের মার্চ মাসে এই বাসটির প্রথম নমুনা প্রকাশ্যে আসে। মূলত এই উষ্ণ জলবায়ু এলাকায়, পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখেই হিন্দুজা গ্রুপের স্যুইচ মবিলিটি লিমিটেড লঞ্চ করলো ভারত তথা বিশ্বের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত ইলেকট্রিক দোতলা বাস switch Ei V 22 । সেই বাসের উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধি, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
আরও পড়ুনঃ SSC Junior Engineer Exam: কয়েকশ শূন্যপদ
বাসটিকে দেখা যাবে মুম্বাই শহরের রাস্তায়। কলকাতার রাস্তায় ২০০৫ সালে শেষ দেখা গিয়ে ছিল দোতলা বাস। ভারতের বিভিন্ন রাজ্যে একসময় দোতলা বাস দেখা গেলেও অতিরিক্ত তেল খরচ ও দূষণের কারনে তা বন্ধ হয়ে যায়। আজ এত বছর পর সাধারণ মানুষের সুবিধার্থে ফিরে এলো একদম নতুন ভাবে তৈরি এই বাসটি। বাসটির ডিজাইনও হয় এই ভারতেই।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান কোস্ট গার্ড এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ
হালকা অ্যালুমিনিয়ামের পাতের তৈরি এই বাসটির ওজন একতলা বাসের তুলনায় মাত্র ১৮% বেশি। এর মধ্যে ৬৫ টি আরামদায়ক সিট রয়েছে।সামনে ও পিছনে প্রশস্ত দুটি ঝুলন্ত দরজা রয়েছে । পিছন দিকেই রয়েছে দোতলায় ওঠার সিঁড়ি। একটি আপদকালীন দরজারও ব্যবস্থা আছে বাসটিতে। এই ৬৫০ভোল্ট সিস্টেমের বাসটির ক্যাপাসিটি ঘণ্টায় ২৩১ কিলোওয়াট। যার ব্যাটারিতে রয়েছে ডুয়েল গান চার্জিং সিস্টেম। বাসটি একবার চার্জেই পারাপার করতে পারে ২৫০ কিলোমিটার রাস্তা।
উদ্বোধনের পর পরই এই লাল – কালো রঙের এসি ইলেকট্রিক বাসটির ছবি ও ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সূত্রের খবর, এই নবনির্মিত দোতলা বাস আরও ২০০ টি ভারতের রাস্তায় দেখা যাবে বলে নিশ্চিত করেছে সুইচ ইন্ডিয়া।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ