সুদীপ ঘোষঃ দেশের জাতীয় পতাকা (IndianNationalFlag), দেশের গর্ব। ভারতের জাতীয় পতাকা এভারেস্ট উড়েছে… বিদেশের মাটিতে উড়েছে… মহাকাশে উড়েছে…. এবার উড়ল সমুদ্রের নিচে। গভীর সমুদ্রের জলের নিচে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন কোস্ট গার্ড বাহিনী (Indian Coast Guard)।
দেশের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় সরকারের “আজাদী কি অমৃত মহাউৎসব” কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “হার ঘর তিরঙ্গা” ক্যাম্পেইন (Har Ghar Tiranga campaign) শুরু করেছেন। প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের বাড়িতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৩ থেকে ১৫আগস্ট জাতীয় পতাকা লাগানোর অনুরোধ করেছেন। সেই কর্মসূচির অগ্রিম ডেমো হিসাবে নীল সাগরের জলের তলায় পতাকা উত্তোলন করা হয়।
এই গর্বের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিও তে দেখা যাচ্ছে উপকূল সংলগ্ন সমুদ্রের গভীর জলের নিচে জাতীয় পতাকা গর্বের সাথে ধরে আছেন তিন উপকূল রক্ষীবাহিনী। এই গর্বের ভিডিও শেয়ার করে দেশের নেটিজনেরা গর্বের কথা প্রকাশ করেছেন।
(Indian Coast Guard performed an underwater flag demo at Sea, As part of Har Ghar Tiranga campaign.)
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ