স্নিগ্ধা হালদারঃ দিল্লিতে আন্তর্জাতিক সৌর জোটের (International Solar Alliance) পঞ্চম অধিবেশন উদ্বোধন করলেন কেন্দ্রীয় এবং নব্য ও পুনর্নবীকণ শক্তি মন্ত্রী শ্রী আর. কে . সিং। আন্তর্জাতিক সৌর জোট পুনরায় সভাপতির পদ অলংকৃত করেছে ভারত এবং সহ সভাপতি হয়েছে ফ্রান্স।
২০ টি দেশের মন্ত্রী ও ১১০ টি চুক্তিবদ্ধ দেশের প্রতিনিধি এবং ১৮ টি সম্ভাব্য দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ISA এর চারটি অঞ্চলে প্রতিনিধিত্ব করার জন্য চারটি নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য ফিজি ও নাউর প্রতিনিধি। আফ্রিকার জন্য মরিশাস ও নাইজার ; ইউরোপ ও অন্যান্য অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস; লাতিন আমেরিকা ও ক্যারাবিয়ান অঞ্চলের জন্য কিউবা ও গায়ানা সহ সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, জীবাশ্ম জ্বালানি যে শুধু পরিবেশের জন্যই খারাপ তা নয় অর্থনীতির পক্ষেও ক্ষতিকর। এই সৌর জোটের লক্ষ্যই হল এই জোটের অন্তর্গত দেশগুলিতে সৌর শক্তি ব্যবহারের কর্মসূচি তৈরি করা এবং তার রূপায়ণে সরকারি ও বেসকারিভাবে সাহায্য প্রদান করা।
প্রসঙ্গত, এই আন্তর্জাতিক সৌর জোট ১০০ সদ্যস্য দেশ ও চুক্তিবদ্ধ দেশগুলির একটি আন্তর্জাতিক সংগঠন। বিশ্বকে কার্বনমুক্ত করার জন্য সৌর শক্তিই যে একমাত্র পথ , তা প্রচার ও প্রসারই হল এর একমাত্র উদ্দেশ্য। এর লক্ষ্য হল ২০৩০ এর মধ্যে সৌর ক্ষেত্রে ১ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এবং সৌর শক্তি সমগ্র বিশ্বের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের মূল মাধ্যম হয়ে উঠবে ।
India re-elected as President of International Solar Alliance
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ