ওয়েব ডেস্কঃ বাঙালির রবিবার সন্ধ্যে জমিয়ে দিল জোড়া ডার্বি! প্রথমে ইস্টবেঙ্গল-মোহনবাগান (EmamiEastBengal-ATKMohunBagan) ম্যাচে সুমিত পাশির আত্মঘাতী গোল জয় এনে দেয় মহনবাগান কে। কলকাতার একাংশ মানুষের মন ভেঙ্গেছিল নিঃসন্দেহে। আর সেই দুঃখ ভুলিয়ে দিল হার্দিক-জাদেজা জুটি।
শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিধান্ত নেয় ভারত। কিন্তু ভারতীয় বোলার দের দাপটে ১৪৭ রানেই অলাউট হয় বাবরের দল। ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি রোহিত শর্মা দের। শুরুতেই কে এল রাহুল ফিরে জান গোল্ডেন ডাকে। এর পর রোহিত শর্মা (১২)। ১০০তম ম্যাচ খেলতে নেমে বিরাট কোহলি করেন ৩৫। একটা ভালো পার্টনারশিপ গড়ে ধোনির ভঙ্গিমায় ম্যাচ জেতাতে গিয়ে বোল্ড হন ধোনির এক সময়ের সতির্থ জাদেজাও (৩৫)। মাঠে থাকলেন হার্দিক ও দীনেশ কার্তিক। ২ বল বাকি থাকতেই ৬ মেরে ম্যাচ জেতান হার্দিক। ৫ উইকেটে হারে পাকিস্তান। বহু প্রতীক্ষিত বদলা আসে অবশেষে। এক বছর আগে দুবাই এর মাটিতেই পাকিস্তানের কাছে হারতে হয়ে ছিল ভারত কে।
প্রসঙ্গত এশিয়া কাপে ভারতের পরবর্তি ম্যাচ হংকং এর সাথে। তবে T-20 বিশ্বকাপের সুপার ১২ পর্বে ২৩ অক্টোবর আবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তার মাঝে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা অভিযানে যাবে ব্লু-আর্মি।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ