সুদীপ ঘোষ: এবার সিনেমার পর্দায় আসতে চলেছে বাংলাদেশের জাতির জনক মুজিবর রহমানের বায়োপিক “মুজিব- দ্য মেকিং অফ এ নেশন”।উপমহাদেশের অন্যতম জনপ্রিয় স্বাধীনতা সংগ্রামী মুজিবের জীবন সংগ্রাম সিনেমায় দেখা যাবে এবছর সেপ্টেম্বর মাসে।
বঙ্গবন্ধুর জীবনীনির্ভর এই সিনেমার ট্রেলার প্রকাশ পেল কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশ্বমঞ্চে। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত এই সিনেমার ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ও হাছান মেহমুব।
আরও পড়ুন-
- ৫ টি বেসরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
- জেলা আদালতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ
- একসাথে ১৪ টি সরকারি সংস্থায় বিভিন্ন পদে নিয়োগ
- স্বল্পমূল্যে সরকারি প্যরামেডিক্যাল কোর্স করার সুযোগ
- চাকরি খুঁজছেন? যোগ্যতা অনুযায়ী এখনই আবেদন করুন
বাংলাদেশের মুক্তিযুদ্ধের শ্রেষ্ট নেতার জন্মশতবর্ষ উপলক্ষে মানুষের সামনে তার অবদান তুলে ধরার জন্য এই সিনেমা নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এই বাঙালি নেতার জীবনী পর্দায় তুলে ধরবেন ভারতের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। এর আগে তিনি গান্ধীজি ও নেতাজির জীবনী সফল ভাবে পর্দায় উপস্থাপনা করেছেন। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে সে দেশের অভিনেতা আরেফিন শুভকে। আর শেখ ফজিলাতুন্নেসার ভূমিকায় ধরা দেবেন নুসরত ইমরোজ তিশা। এই সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের বিখ্যাত পরিচালক শান্তনু মৈত্র।
নিজের মতাদর্শ ও নেতৃত্বে মুক্তি যুদ্ধের সাফল্যের মাধ্যমে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গড়ার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ভারত ও বাংলাদেশ মুক্তি পাবে এই সিনেমা। শের- ই- বাঙাল- এর বায়োপিকের ট্রেলার মুক্তির পরই দুই দেশের বাঙালিদের মধ্যে দেখা দিয়েছে উন্মাদনা। এই সিনেমার ট্রেলার নিয়ে নেট মাধ্যম জুড়ে চলছে তর্ক- বিতর্ক ও সমালোচনা।এই সিনেমার উপস্থাপনা পর্দায় কতটা সফল হয় সেটাই এখন দেখার।