দেবস্মিতা দলুই: মাধ্যমিকের পরই এবার ঘোষিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফলাফল। ১০ জুন, ২০২২ সকাল এগারো’টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে কাউন্সিলের বিদ্যসাগর ভবনের রবীন্দ্র মিলন মঞ্চের আট তলায় ফলাফল ঘোষণা করা হবে।
পরীক্ষার্থীরা ওইদিনই সকাল ১১.৩০ থেকে এসএমএস, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট জানতে পারবে।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘উচ্চমাধ্যমিক রেজাল্ট 2022’ এ ক্লিক করলে,পরীক্ষার্থীর রোল নাম্বার ও জন্মতারিখ লিখে সাবমিট করলে তার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে এবং এরপর এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখলে ভালো।
আরও পড়ুন –
- একসাথে ৫ টি সংস্থায় কাজের খবর
- জেলা আদালতে কর্মী নিয়োগ
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- আই ডি বি আই ব্যাঙ্কে ১৫৪৪ জন কর্মী নিয়োগ
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
রেসাল্ট দেখার ওয়েবসাইট গুলি হল –
https://bangla.hindustantimes.com
https://www.indiatoday.in/educat
SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে SMS করতে হবে এইভাবে – ( SMS WB12 space< Roll number> to 56070) ( SMS WB12 space< Roll number> to 5676750)
এছাড়া WBCHSE Results 2022 অ্যাপ-এর মাধ্যমেও দেখা যেতে পারে রেজাল্ট।
এই বছর মোট উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষেরও বেশী। এই বছর গত ২ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
কাউন্সিলের তরফ থেকে সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয়েছে যে, তারা যেন ২০ জুনের মধ্যে সমস্ত পরীক্ষার্থীর মার্কশিট, সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট তাদের জন্য বরাদ্দ ক্যাম্প থেকে সংগ্রহ করেন এবং তা যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেন সমস্ত কোভিড বিধি মেনে।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদ সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধানদের এও নোটিশ দিয়ে জানিয়েছে যে,২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য একাদশ শ্রেণির ভর্তির ক্ষেত্রে আসনসংখ্যা সর্বোচ্চ ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে। এছাড়াও, আরও জানানো হয়েছে যে, একাদশ শ্রেণিতে বিজ্ঞান-বিষয়ক ঐচ্ছিক বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য মাধ্যমিকে সেই বিষয়ে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর থাকতে হবে।
অর্থাৎ, অংকের ক্ষেত্রে মাধ্যমিকে অংকে, জীব বিজ্ঞানের ক্ষেত্রে জীবন বিজ্ঞানে,পদার্থবিদ্যা অথবা রসায়নের ক্ষেত্রে মাধ্যমিকে ভৌত বিজ্ঞানে, ভূগোলের ক্ষেত্রে মাধ্যমিকে ভূগোলে এবং কম্পিউটার বিজ্ঞানের ক্ষেত্রে মাধ্যমিকে অংকে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর থাকলেই সেই পরীক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে।