ইন্দ্রাণী লাহাঃ গতকাল ৩ জুন ২০২২, প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের রেজাল্ট । এবার প্রস্তুতি শুরুর পালা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার।
আরও পড়ুন –
- একসাথে ৫ টি সংস্থায় কাজের খবর
- জেলা আদালতে কর্মী নিয়োগ
- যোগ্যতা থাকলেই চাকরির সুযোগ
- আই ডি বি আই ব্যাঙ্কে ১৫৪৪ জন কর্মী নিয়োগ
- রামকৃষ্ণ মিশনে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এই বছর West Bengal Council of Higher Secondary Education শতকরা নম্বরের বিষয়ে এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ৷
গণিত বা স্ট্যাটিসটিকস নিয়ে পড়তে গেলে সেই ছাত্রকে মাধ্যমিকে অংকে ৩৫% পেতে হবে। বায়োলজি নিয়ে পড়তে গেলে লাইফ সাইন্সে, ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে ফিজিক্যাল সাইন্স-এ, জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে ভূগোলে এবং কম্পিউটার নিয়ে পড়তে গেলে অংকে- প্রত্যেক ক্ষেত্রেই ৩৫% নম্বর থাকতেই হবে।
প্রসঙ্গত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সংসদের নতুন নিয়মানুযায়ী, একাদশ শ্রেণিতে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হয়েছে।
উল্লেখ্য যে আগামী ১০ই জুন,সকাল ১১টায় উচ্চমাধ্যমিক ২০২২ -এর ফল প্রকাশ হবে।
ReplyForward |