তিয়াশা ভক্তাঃ ভারতীয় সভ্যতা বেঁচে আছে ভারতীয় সংস্কৃতির মধ্যে । তবে বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির যুগে চাপা পড়তে বসেছে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, পুরাণ (mythological knowledge)। সেই পুরাণকে সবার মধ্যে বাঁচিয়ে রাখতে নয়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের আমিনাবাদ ইন্টার কলেজ (Aminabad Inter College)।
আমাদের সবার প্রথম হাতে খড়ি বর্ণ পরিচয়। সেই বর্ণ পরিচয়ের সাথে সাথেই অর্জিত হবে পুরাণের জ্ঞান। এরকম বর্ণমালার পিডিএফ ইতিমধ্যে দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে বর্ণ পরিচয়ের বই এর পাতায় A ফর্ অ্যাপেল না হয়ে হয়েছে A ফর্ অর্জুন (Arjun), B ফর্ বল না হয়ে হয়েছে B ফর্ বলরাম (Balaram)। আর তার সাথে এই শব্দ দিয়েই তৈরি হয়েছে বাক্য। এই ভাবে A থেকে Z পর্যন্ত শব্দগুলো নেওয়া হয়েছে ভারতীয় পুরাণ ও সংস্কৃতি থেকে।
উত্তরপ্রদেশের আমিনাবাদ ইন্টার কলেজের অধ্যক্ষ সাহেব লাল মিশ্র জানিয়েছেন শিক্ষার্থীদের ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জ্ঞান কম। তাই এই পদক্ষেপ। এর মধ্য দিয়েই তারা জানতে পারবে ভারতীয় পুরাণ ও সংস্কৃতি। শিক্ষকরা মনে করছেন এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভিন্ন জ্ঞান অর্জন হবে।
সূত্রে খবর এই রকম বর্ণমালা তৈরি করেছেন একজন আইনজীবী। তবে তিনি প্রকাশ্যে আসেননি। যে বা যারা এই ইংরেজি বর্ণমালা তৈরি করেছেন তারা হিন্দি ভাষাতেও এই রকম পুরাণ কেন্দ্রিক বর্ণমালা তৈরি করছেন বলে জানা যায়।
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ