রুপা রায়ঃ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে (Heavy Rainfall) বিপর্যস্ত গুজরাটের (Gujrat) বিভিন্ন জেলা। নাভসারির জেলার বেশ কয়েকটি অংশ প্রবল বর্ষণের জন্য প্লাবিত হয়েছে। বৃদ্ধি পেয়েছে কয়েকটি নদীর জলস্তরও । ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পূর্ণা নদীর জলস্তর। ১৭০০ জন লোক নভসারি (Navsari) শহরের আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয়েছে। দুর্ভোগে সাধারন মানুষ সহ পশু রাও।
নভসারি এর ডিসি অমিত প্রকাশ যাদব নাগরিকদের তাদের নিজ নিজ জায়গায় থাকার জন্য আবেদন করেছেন। গত ২৪ঘন্টায় ৭জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ৯০০০ জনকে স্থানান্তরিত করা হয়েছে। ৪৬৮ জনকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী পাঁচদিন এইরকম ভারী বৃষ্টির সম্ভাবনা আছে গুজরাটের বিভিন্ন জেলায়।
বেশ কিছু এলাকায় সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। NDRF উদ্ধারের কাজ শুরু করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।