সোমবার থেকে কার্যকর হয়েছে নতুন GST হার। জুন মাসে হওয়া জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আসুন দেখে নেওয়া কোন কোন জিনিসের দামে কি পরিবর্তন হল।
জিএসটি বাড়ল-
১। প্রিপ্যাকেজড এবং লেবেলযুক্ত দই, লস্যি, মুড়ি, আটা এবং চাল, ডাল, গম ইত্যাদি সশ্যের দামের উপর ৫ শতাংশ হারে জিএসটি বসবে।
২। কাগজের ছুরি, চামচ, কাঁটাচামচ, ব্লেডযুক্ত ছুরি, পেন্সিল শার্পনার, কেক সার্ভারের উপর জিএসটি ১২ শতাংশ থেকে বেড়ে হল ১৮ শতাংশ৷
৩। সেন্ট্রিফিউগাল পাম্প, গভীর নলকূপ টারবাইন পাম্প, সাবমারসিবল পাম্প, ইত্যাদি পাওয়ার চালিত পাম্পগুলিতে জিএসটি ১২ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৮ শতাংশ৷
৪। চেক ইস্যু করার জন্য ব্যাঙ্কের চার্জের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।
৫। এলইডি ল্যাম্প, লাইট এবং ফিক্সচার, মেটাল প্রিন্টেড সার্কিট বোর্ডেও জিএসটি ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ বাড়ানোর সিধান্ত নেওয়া হয়েছে।
৬. কাটা এবং পালিশ করা হিরের উপর GST ০.২৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১.৫ শতাংশ।
৭. হাসপাতালে রুম ভাড়া ৫,০০০-এর বেশি হলেই দিতে হবে ৫ শতাংশ জিএসটি ।
৮. প্রতিদিন ১,০০০ টাকা পর্যন্ত মূল্যের হোটেলের রুমে জিএসটি দিতে হবে ১২ শতাংশ।
জিএসটি কমল-
১. রোপওয়ে পরিবহন আরও সস্তা করতে কমানো হয়েছে কর। ১৮ শতাংশ থেকে হল ৫ শতাংশ ।
২. ট্রাক বা পণ্যবাহী গাড়ির ভাড়ার জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে৷
৩. অর্থোপেডিক যন্ত্রপাতির উপর জিএসটি ছিল ১২ শতাংশ, কমিয়ে করা হল ৫ শতাংশ