অঙ্কনা ভট্টাচার্য্য: আইটি বিধি, ২০২১ এর অধীনে জরুরি ক্ষমতার প্রয়োগ করে ৮ টি ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র সরকার। আটটি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেলের মধ্যে ৭ টি ভারতের এবং একটি পাকিস্তান থেকে চালানো হত। এছাড়া একটি ফেসবুক অ্যাকাউন্ট এবং দুটি ফেসবুক পোস্ট ব্লক করা হয়েছে বলে সূত্রের খবর।
ভুয়ো, ভারত বিরোধী ও সাম্প্রদায়িক কনটেন্টের অভিযোগে এই ইউটিউব ও ফেসবুক অ্যাকাউন্ট গুলি ব্লক করার জন্য আদেশ জারি করেছে তথ্য সম্প্রচার মন্ত্রক। ইউটিউব চ্যানেলগুলোর ভিউয়ারশিপ ছিল ১১৪ কোটিরও বেশি, ৮৫ লক্ষেরও বেশি ব্যবহারকারী সেই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করেছিলেন।
চ্যানেল গুলির ভিডিও থাম্বনেল-এ ভুয়ো, উস্কানিমুলক তথ্য ও বিভিন্ন নিউজ অ্যাঙ্করদের ছবি বা টিভি চ্যানেলের লোগো ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করা হত বলে অভিযোগ। তথ্য সম্প্রচার মন্ত্রক এ সম্পর্কে কিছু উদাহরণ দিয়েছেন যেমন – ‘ভারত সরকার ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে…’ , ‘ভারত সরকারের ধর্মীয় উৎসব উদযাপন…’ , ‘ভারতে ধর্মীয় যুদ্ধ ঘোষনা…’ ইত্যাদি । এই ধরনের বিষয়বস্তুতে দেশের সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি এবং জনশৃঙখলা বিঘ্নিত করার সম্ভাবনা রয়েছে ।
ইউটিউব চ্যানেলগুলি ভারতীয় শসস্ত্র বাহিনী, জম্মু ও কাশ্মীর ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাল খবর পোস্ট করার জন্যও ব্যবহার করা হয়েছিল। মন্ত্রকের দ্বারা অবরুদ্ধ বিষয়বস্তু ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা, রাজ্যের নিরাপত্তা, বিদেশি রাজ্যগুলির সাথে ভারতের বন্ধুত্বপূর্ন সম্পর্ক এবং দেশের জনশৃংখলার জন্য ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছে। তদন্ত অনুসারে এই বিষয়বস্তু তথ্য প্রযুক্তি আইন, ২০০০ এর ধারা ৬৯এ এর পরিধির মধ্যে অন্তর্ভুক্ত ছিল।
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বর থেকে মন্ত্রক ১০২ টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল এবং অন্যান্য বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ভারত সরকার একটি খাঁটি, বিশ্বস্ত এবং নিরাপদ অনলাইন সংবাদ মাধ্যমের পরিবেশ নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয় নিরাপত্তা , বৈদেশিক সম্পর্ক এবং জনশৃঙখলায় ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ক্ষুন্ন করার যেকোনো প্রচেষ্টাকে ব্যর্থ করে, বলে তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ।
ব্লক করা চ্যানেল গুলোর নাম নীচে দেওয়া হল-
1. Loktantra tv- 237227331 views & 12.90 lakh subscribers
2. U & V tv – 144003291 views & 10.20 lakh subscribers
3. AM RAZVI -12278194 views & 95.900 subscribers
4. Gouravshali Pawan mithilanchal – 159932594 views & 7 lakh subscribers
5. See top5th -248364995 views & 33.50 lakh subscribers
6. Sarkari update -7041723 views & 80.900 subscribers
7. Sab kuch dekho – 328603227 views & 19.40 lakh subscribers
8. News ki duniya(Pakistan based)-6169439 views & 97000 subscribers
Facebook account- loktantra tv (362495 followers)
(তথ্যসূত্রঃ-https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1852785)
দেশ বিদেশের বিভিন্ন খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ